• গরমকে তুড়ি মেরে প্রচার প্রার্থীদের, রচনার মনোনয়ন সোমবার
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও হাওড়া: শুক্রবার ছিল তীব্র গরম। গত দু’সপ্তাহের মধ্যে এদিনই সর্বোচ্চ গরম অনুভূত হয়েছে বলে মনে করছেন অনেকে। এই তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যেও প্রচারে খামতি দিচ্ছেন না হাওড়া ও হুগলির একাধিক লোকসভা কেন্দ্রের প্রার্থীরা। চড়া রোদ আর জ্বালাপোড়া গরমকে থোড়াই কেয়ার করে দাপিয়ে প্রচার চালালেন তাঁরা। সম্প্রতি দেখা যাচ্ছে, হুগলিতে প্রচার মানেই তরজা, কটাক্ষ আর পোস্টার বিতর্ক। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। লাল-সবুজ-গেরুয়া—সব শিবিরই প্রচারের ময়দানে ঘাম ঝরিয়েছে সকাল থেকে। 

    আগামী সোমবার মনোনয়ন পেশ করবেন হুগলি আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আইনি প্রস্তুতির পাশাপাশি এদিন তিনি চন্দননগরে প্রচার সারেন। সকাল ও বিকেল দু’বেলাই তিনি চন্দননগরে প্রচারে ছিলেন। মূলত রোড শো ও পদযাত্রার মাধ্যমে জনসংযোগ করেন ঘাসফুলের এই তারকা প্রার্থী। তাৎপর্যপূর্ণভাবে এদিনই সকালে চন্দননগরে বেনামি পোস্টার পড়ে। সেখানে রচনা ও কাঞ্চন মল্লিকের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ লেখা ছিল, ‘আজকে কাঞ্চনের সাথে হয়েছে, আগামীতে আপনার সাথেও হতে পারে (দিদি নম্বর ওয়ান)। এই বাংলায় শিল্পীদের কোনও দাম নেই, জয় বাংলা’। প্রচারের গাড়ি থেকে শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণবাবু বৃহস্পতিবার তারকা বিধায়ক কাঞ্চন মল্লিককে নামিয়ে দিয়েছিলেন। তা নিয়ে কটাক্ষ করেই ওই পোস্টার দেওয়া হয়েছিল। কিন্তু এদিন চন্দননগরেই রচনাদেবীর প্রচার থাকায় বিষয়টি বাড়তি মাত্রা পায়। যদিও রচনা বলেন, ‘আমি কাঞ্চন বা কল্যাণদা, কাউকে নিয়েই কিছু বলব না। কারণ, ঘটনা ঠিক কী হয়েছিল, আমি জানি না। তবে বাংলায় শিল্পীদের সম্মান আছে। দিদিকে আমি বহুবছর ধরে চিনি। তিনি মানুষকে ভালোবাসেন। গুণীদের সম্মান দেন।’ তীব্র গরমের মধ্যেও রচনার প্রচার ঘিরে এদিন চন্দননগরে ভালোই সাড়া পড়েছিল। হুগলির বিদায়ী সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায় এদিন বিকেলে চন্দননগরে রোড শো করেন। পরে চুঁচুড়ায় হনুমান জয়ন্তীর ভোগ বিলির অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই সঙ্গে তিনি সপ্তগ্রাম, চন্দননগর ও চুঁচুড়ায় কর্মী সম্মেলন করেন। এদিন চুঁচুড়াতেই প্রচার করেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। শ্রীরামপুরের বামপ্রার্থী দীপ্সিতা ধর এদিন তাঁর বাড়ির এলাকায় প্রচার করেন। বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু শ্রীরামপুর লোকসভার ইস্তাহার প্রকাশ করেন এবং ডোমজুড়ে প্রচার সারেন। হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া শহরের উত্তর অংশে প্রচার করেছেন। তিনি এদিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার করেন। বিজেপির রথীন চক্রবর্তী পাঁচলায় প্রচারে গিয়েছিলেন। বিকেলে দক্ষিণ হাওড়ায়ও জনসংযোগ সারেন তিনি। সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় নিজে আজ না থাকলেও বামেরা দিনভর প্রচার করেছে। 
  • Link to this news (বর্তমান)