• অস্ত্র কারবারি গ্রেপ্তার হলেও টনক নড়েনি প্রশাসনের, ভাড়াটিয়ার তথ্যই নেই পঞ্চায়েতের কাছে
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েত এলাকায় ভাড়াটিয়ার সংখ্যা কত? এর কোনও তথ্যই থাকে না পঞ্চায়েতের কাছে। ক্ষীরিশতলা থেকে এক কুখ্যাত দুষ্কৃতী বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। তাকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। তারপর ভাড়াটে সংক্রান্ত এই প্রশ্নটি ফের সামনে চলে এল। এই দুষ্কৃতী কতদিন ধরে ভাড়া নিয়ে থাকছিল তা জানেন না পঞ্চায়েত প্রধান। জানেন না পঞ্চায়েত সদস্যও। অভিযোগ, পঞ্চায়েতের নজরদারির গাফিলতি রয়েছে বলে এই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে নিরাপদ আস্তানা তৈরি করে ফেলছে দুষ্কৃতীরা। স্থানীয় পঞ্চায়েতের অসহযোগিতার কারণে পুলিসও সে সংক্রান্ত তথ্য জোগাড় করতে পারে না। বিষয়টি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন মল্লিকপুর পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান বৈদ্য। তিনি বলেন, ‘লোকবলের অভাবে নজরদারি চালানো কঠিন। বাড়ির মালিকরা কলকাতায় থাকেন। তাঁরাই ভাড়াটে বসাচ্ছেন।’ বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, ‘মল্লিকপুরে ভাড়াটিয়াদের প্রতি নজরদারির ব্যবস্থা হবে। বাড়ির মালিকদের সতর্ক করা হবে।’ এই পঞ্চায়েতের ক্ষীরিশতলা, পাঁচঘড়া, মল্লিকপুর কাজিপাড়া, গণিমা, মহেশপুর, গণেশপুরে ক্রমাগত বেড়ে চলেছে ভাড়াটিয়ার সংখ্যা। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘কেউ দু’দিনের জন্য ঘর ভাড়া নিচ্ছেন। কেউ আবার একদিন ভাড়া ঘরে থেকে চলে যাচ্ছেন। কয়েকদিন পর দেখা যাচ্ছে তিনি অন্যত্র ভাড়া নিয়ে থাকতে শুরু করেছেন। ৫০০ থেকে শুরু করে দু’হাজার টাকায় ঘর ভাড়া পাওয়া যায়। স্থানীয় পঞ্চায়েত সদস্যরা এসবের খোঁজ খবর রাখেন না। পুলিস একসময় খোঁজখবর নেওয়া শুরু হয়েছিল। কিন্তু অনেক পঞ্চায়েত সদস্যই এই বিষয়ে আপত্তি তুলেছিলেন।’ প্রসঙ্গত কয়েক বছর আগেই এই পঞ্চায়েত এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিসের এসটিএফ। সে জঙ্গিও ঘর ভাড়া নিয়ে থাকছিল। তারপর আবার ক্ষীরিশতলা থেকে বুধবার রাতে আরও এক দুষ্কৃতী ধরা পড়ল। ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ধৃত দুষ্কৃতী সাইদুল সর্দার এক রাজনৈতিক নেতাকে খুনের পরিকল্পনা করেছিল বলে পুলিস জানিয়েছে। সেই নেতা বারুইপুরের বাসিন্দা নন। এছাড়া তদন্তের স্বার্থে পুলিস আর কিছু আপাতত জানাচ্ছে না। যে ঘর ভাড়া নিয়েছিল সাইদুল সেই বাড়ির মালিককে পুলিস জিজ্ঞাসাবাদ করেছে। মালিক জানিয়েছেন, কয়েক মাস ধরে বহিরাগত লোকজন বাড়িতে আসত। কারা আসত তাদের পরিচয় কী তা জানার চেষ্টা করছে পুলিস। 
  • Link to this news (বর্তমান)