• পানীয় জলের সঙ্কট মিটল কাকদ্বীপের মাধবনগরে
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘ প্রায় দু’মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিলেন কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের মাধবনগর এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, বিভিন্ন দপ্তরে জানিয়েও সুরাহা মেলেনি। বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই হস্তক্ষেপ করে প্রশাসন। সূত্রে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাধবনগর এলাকায় কিছুটা দূরে দূরে তিনটি নলকূপ রয়েছে। গরম পড়তেই ওই নলকূপ গুলি থেকে আর সেভাবে জল পড়ছিল না। সরু হয়ে যেটুকু জল পড়ছিল, তা আবার পানের যোগ্য নয়। স্থানীয় বাসিন্দা তপনকুমার প্রামাণিক বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের সমস্যা ছিল। নলকূপগুলি থেকে ঠিকমতো জল পড়ছিল না। কখনও কখনও পোকাও বের হতো। তা সত্ত্বেও স্থানীয় মানুষ বাধ্য হয়েই ওই জল পান করতেন। এবার সেই সমস্যার সমাধান হল। সম্প্রতি ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই নলকূপ গুলিকে ওয়াশ করার কাজ শুরু হয়েছে। নলকূপ গুলিকে ওয়াশ করে দিলে অতীতের মতো আবারও পরিষ্কার ও স্বচ্ছ পানীয় জল পড়বে বলে প্রশাসনের ধারণা। 
  • Link to this news (বর্তমান)