• ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যৎ-এর ‘আত্মারাম’ উদয় শঙ্কর পাল, এখন কেমন আছেন?
    হিন্দুস্তান টাইমস | ২৭ এপ্রিল ২০২৪
  • সিনেপাড়ার রঙিন জীবন, অনেক সময়ই এসবের আড়ালে অনেক দুঃখ চাপা পড়ে থাকে। মেকআপের আড়ালে লুকিয়ে থাকে অনেক যন্ত্রণা। 'ভূতের ভবিষ্যৎ'-এর বিহারি রিক্সাওয়ালা ‘আত্মারাম’কে মনে পড়ে? ছবি মুক্তির পর এই নামটিই অনেকের মুখে মুখে ঘুরেছিল। এই চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হলেন অভিনেতা উদয় শঙ্কর পাল। এই মুহূর্তে তাঁর পর্দার চরিত্রের আড়ালে বাস্তব জীবন কাটছে এমনই এক যন্ত্রণার মধ্যে দিয়ে।

    লিভার ক্যানসারে আক্রান্ত অভিনেতা উদয় শঙ্কর পাল। জানা যাচ্ছে ক্যানসারের শেষ পর্যায়ে রয়েছেন তিনি। তাঁর অসুস্থতার খবর প্রথম ফেসবুকে শেয়ার করেন পরিচালক অভিজিৎ পাল। ঠিক কী লিখেছেন তিনি?

    অভিজিৎ পাল লেখেন, ‘আমার প্রিয় @উদয় দা। আমাদের সব্বার প্রিয় @আত্মারাম। একজন মারাত্মক চরিত্র অভিনেতা।এতো আড্ডা এতো স্ক্রিপ্ট নিয়ে কাঁটাছেড়া। এতো ভাবনা এতোপথ চলা। গত দুদিন আগে জানতে পারা মারণরোগ ক্যান্সার তোমাকে থমকে দিয়েছে। লাস্ট স্টেজ। এইতো কদিন আগে আমার পরবর্তী সিনেমা নিয়ে এতো কথা হলো। সেভাবে তোমাকে নিয়ে কেউ লিড হিসেবে কোনোদিন কাজ করেননি। আমি চেষ্টা করছিলাম একটা পুরো সিনেমা জুড়ে তোমাকে আঁকতে। গত তিন বছর ধরে তোমাকে নিয়ে এই চিত্রনাট্য নিয়ে কাজ করছি। মন ভীষণ ভারী। তুমি জানি না আর কতদিন আছো!!’

    জীবনের এই কঠিন সময়ে কে কে রয়েছেন তাঁর পাশে? কী বলছেন 'ভূতের ভবিষ্যৎ'-এর পরিচালক অনীক দত্ত, অভিনেতা সুমিত সমাদ্দার?

    এবিষয়ে এই সময় ডিজিটাল-কে অনীক দত্ত জানান, তিনি ফোন করেছিলেন, কিন্তু কোন রিপ্লাই পাননি। তাঁর কাছে যে ফোন নম্বরটা আছে সেটায় যোগাযোগ করা যাচ্ছে না, তাই একটু চিন্তাতেই আছে বলে জানান পরিচালক। তবে সেই সঙ্গে প্রোডাকশনের কাউকে অভিনেতা বাড়িতে পাঠাবেন বলেও জানান। তবে ফেডারেশনের উপর ক্ষোভ উগরে দিয়ে অনীক দত্ত জানান, ‘আমাদের যে দুর্দশা হয়ে চলেছে ফেডারেশন অমুক তমুক, এরাঁ কোথায়? ভোটের জন্য শ্যুটিং মূলতুবি রাখতে হয়, তবে এসব সময় তাঁরা কই? শিল্পীদের প্রত্যেকের তো জীবনবীমা পাওয়ার কথা। সেই বিষয়টায় একটু নজর দিতে হবে। বাকি ব্যক্তিগতভাবে আমি যতটুকু সাহায্য করতে পারব, অবশ্যই করব। আমার বহু ছবিতে উনি কাজ করেছেন। শেষ ছবিটাতেও উনি আছেন, এখনও ডাবিং হয়নি।’

    অভিনেতা সুমিত সমাদ্দার জানান, তাঁর সঙ্গে বিগত ৩-৪ মাস আগেও উদয় শঙ্কর পালের কথা হয়েছে। তখনও অসুস্থতার বিষয়টা জানতে পারেননি। তিনি বলেন, ‘আমাদের ভূতের ভবিষ্যৎ-এর আরও একজন গুরুত্বপূর্ণ শিল্পী প্রদীপদা, উনিও এভাবে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন। উনিও হঠাৎ করে ছবি মুক্তির পর চলে গিয়েছিলেন। উদয়দাও ভীষণ পরিচিত মুখ। গুণী শিল্পী। অনেক ছবি করেছেন। আমার যত বন্ধু-বান্ধব আছে, তাদের সকলের সঙ্গে কথা বলে দেখছি যদি কিছু করা যায়। শিল্পী হিসাবে এটা আমার নৈতিক কর্তব্য। উদয়দাকে সুস্থ করার উদ্যোগ আমাদের সকলের নেওয়া উচিত।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)