• Sandeshkhali Case: সন্দেশখালিতে CBI-NSG, সঙ্গী রোবটও! বিপাকে ত্রাস শেখ শাহজাহান
    ২৪ ঘন্টা | ২৭ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্দেশখালিতে উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র। পুলিসের ব্যবহারের রিভলভার, উদ্ধার নথিও। কোথা থেকে সন্দেশখালির মত ভেড়ি ঘেরা এলাকায় এল বিদেশি আগ্নেয়াস্ত্র? খতিয়ে দেখছে সিবিআই। আরও বিপাকে সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান। অস্ত্র ও বিস্ফোরক আইনের ধারা যোগ করতে চলেছে সিবিআই। বিদেশি অস্ত্রের পাশাপাশি শাহজাহানের একাধিক নথি উদ্ধার। ফলে অস্ত্র গুলিও শাহজানের তা প্রায় নিশ্চিত তদন্তকারীদের। আন্তর্জাতিক কোনও অস্ত্র পাচারে চক্রের সঙ্গে যোগ রয়েছে? শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। 

    সন্দেশখালিতে বিপুল অস্ত্রের হদিশ। মিলল চারটি রিভলভার-সহ একটি কোল্ট অফিসিয়াল পুলিস রিভলভার। মিলেছে দুটি পিস্তল-সহ প্রচুর কার্তুজ, বুলেট, জানাল সিবিআই। ভোট-আবহে ফের শিরোনামে সন্দেশখালি। অস্ত্রভাণ্ডারের হদিশ। কোথা থেকে এল এত অস্ত্র? কীভাবে মজুত? সন্দেশখালিজুড়ে কি আরও লুকোনো বিস্ফোরক-অস্ত্র? জোরকদমে তদন্ত। সিবিআই-এনএসজি, সঙ্গী রোবটও! বারো ঘণ্টারও বেশি অস্ত্র-তল্লাশি। সিবিআই অভিযানে উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি। এনএসজি বম্ব স্কোয়াডের অপারেশন। রিপোর্ট তলব কমিশনের। সিবিআই-এনএসজি, সঙ্গী রোবটও! বারুদের স্তূপে দাঁড়িয়ে সন্দেশখালি? বারো ঘণ্টারও বেশি অস্ত্র-তল্লাশি অভিযান সিবিআইয়ের। এনএসজির দিনভর তল্লাশিতে উদ্ধার অস্ত্রশস্ত্র। উদ্ধার শাহজাহানের সচিত্র পরিচয়পত্র। তল্লাশিতে উদ্ধার তিনটি বিদেশি রিভলভার। উদ্ধার একটি ভারতীয় রিভলভার,দেশি বন্দুক। নয়  মিলিমিটারের একশো কুড়িটি বুলেট উদ্ধার। পয়েন্ট পঁয়তাল্লিশ ক্যালিবারের পঞ্চাশটি কার্তুজ উদ্ধার। নয় মিলিমিটার ক্যালিবারের একশো কুড়িটি কার্তুজ উদ্ধার। পয়েন্ট তিনশো আশি কার্তুজ পঞ্চাশটি, পয়েন্ট বত্রিশ কার্তুজ উদ্ধারও করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র। পুলিসের ব্যবহারের রিভলভারও উদ্ধার কেন্দ্রীয় সংস্থার। জেলবন্দি শাহজাহানের সচিত্র পরিচয়পত্রও উদ্ধার। কোথা থেকে এল বিদেশি আগ্নেয়াস্ত্র? খতিয়ে দেখছে সিবিআই ও এনএসজি।  
  • Link to this news (২৪ ঘন্টা)