সন্দেশখালিতে সিবিআই তল্লাশি নিয়ে এবার নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। চিঠি দিয়ে কমিশনকে জানানো হয়েছে, ভোট চলাকালীন রাজ্যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তল্লাশি করানোর মাধ্যমে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন, আর্জি তৃণমূলের।শুক্রবার ছিল রাজ্যের দ্বিতীয় দফার ভোট। উত্তরবঙ্গের রায়গঞ্জ, দার্জিলিং এবং বালুরঘাট কেন্দ্রের ভোট সংগঠিত হয়। এদিকে, সন্দেশখালিতে একটি বাড়িতে হানা দেয় সিবিআই। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। সেই তদন্তের প্রেক্ষিতেই শুক্রবার সন্দেশখালিতে আবু তালেব মোল্লা নামে শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দিনভর সেখানে তল্লাশি চালানো হয়। বিস্ফোরক উদ্ধারে নামানো হয় NSG কম্যান্ডো।
এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের তরফে একটি চিঠি দেওয়া হল নির্বাচন কমিশনকে। নির্বাচন চলাকালীন এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে তা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিনিয়ত তৃণমূলকে ‘টার্গেট’ করছেন ভোটের সময়। তৃণমূলের দাবি, সিবিআইকে কেন্দ্রীয় সরকার পরিচালনা করছেন বিরোধীদের কন্ঠরোধ এবং ভোটের সময় তাঁদের বিরুদ্ধে প্রভাব সৃষ্টি করার জন্য। সন্দেশখালিতে অভিযান তার আর একটি প্রমাণ বলে দাবি তৃণমূলে। সিবিআইকে কাজে লাগিয়ে আদতে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলেও দাবি তৃণমূলের।
Sandeshkhali NSG Team : সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার, নামল NSG-রোবোট
নির্বাচন চলাকালীন যেখানে আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে, সেখানে এভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কমিশনে নালিশ জানানো হয়েছে। নির্বাচন কমিশনকে নির্দিষ্ট একটি নির্দেশিকা দেওয়ার জন্যেও জানানো হয়েছে তৃণমূলের তরফে। উল্লেখ্য, কিছুদিন আগেও ভোটের প্রচার চলাকালীন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কলকাতা ও নদিয়ার বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। সেই সময়, নির্বাচনে কমিশনে একই বিষয়ে চিঠি দিয়ে নালিশ জানিয়েছিলেন মহুয়া মৈত্র।
শুক্রবার সন্দেশখালিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করে সিবিআই। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ওই বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় খোয়া যাওয়া একাধিক জিনিস লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি সিবিআইয়ের। সেই সমস্ত উদ্ধারে সফল হয় কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই পরে একটি বিবৃতিতে দিয়ে জানায়, তাঁরা কী কী উদ্ধার করেছেন সেই জায়গা থেকে। তল্লাশি চালিয়ে যাওয়া হবে বলেও জানান তাঁরা।