ISRO Climate Satellite: শতাধিক হ্রদের আয়তন বেড়ে দ্বিগুণ! ধরা পড়ল ISRO ক্যামেরায়, ভারতে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত?
এই সময় | ২৭ এপ্রিল ২০২৪
বারংবার জলবায়ু পরিবর্তনে বিজ্ঞানী থেকে বিশেষজ্ঞ সকলেই সতর্কবার্তা দিয়েছেন। ধ্বংসের প্রায় খাদের কিনারায় দাঁড়িয়ে বাস্তুতন্ত্র! বিশ্বজনীন তাপমাত্রার পারদ ক্রমাগত বেড়েই চলেছে। তবে সতর্কবার্তা কেউ যেন কানেই তুলছেন না। টনকই নড়ছে না কারও। প্রত্যেক বছরই বন্যায় ভেসে যাচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানের প্রকোপও রয়েছে। এরই মাঝে উদ্বেগের কথা শোনাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।ইসরোর তরফে জানানো হয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলে হিমবাহ থেকে সৃষ্ট হ্রদের ব্য়প্তি ঘটেছে হু হু করে। শতাংশের হিসেবে যা ৮৭। কয়েক বছরে কিছু হ্রদের আয়তনও ফুলে ফেঁপে দেড় থেকে দ্বিগুণ হয়ে। একটি বা দু'টি হ্রদেই বিষয়টি থেমে নেই, আয়তন বেড়েছে ৬৭৬টি হ্রদের।
আরও উদ্বেগের বিষয় হল যে ৬৭৬টি হ্রদের আয়তন বৃদ্ধির খাত ইসরো জানিয়েছে তার মধ্য়ে ১৩০টি হ্রদই ভারতে অবস্থিত। ৬৫টি হ্রদ অবস্থিত সিন্ধু নদ অববাহিকা অঞ্চলে, সাতটি অবস্থিত গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে, ৫৮টি অবস্থিত ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলে। উদ্বেগ দেখা দিয়েছে হ্রদগুলির ভৌগলিক অবস্থান নিয়ে। ৩১৪টি হ্রদ যেগুলি মুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০-৫০০০ মিটার উচ্চতায় অবস্থিত সেগুলির আয়তন বেড়েছে বিপজ্জনক ভাবে। মুদ্রপৃষ্ঠ থেকে ৫০০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত ২৯৬টি হ্রদ। ইসরো উদাহরণস্বরূপ হিমাচল প্রদেশের ঘেপাং ঘাট হিমবাহ হ্রদের কথা উল্লেখ করেছে। সমুদ্রপৃষ্ঠ এটি অবস্থিত ৪০৬৮ মিটার উচ্চতায়। ১৯৮৯ থেকে ২০২২ সালের মধ্য়ে ১৭৮ শতাংশ শতাংশ এই হ্রদের বিস্তার বেড়েছে। আগে এই হ্রদটির অবস্থান ছিল ৩৬ হেক্টর জায়গা জুড়ে। বর্তমানে এটির আয়জন বেড়ে হয়েছে ১০১ হেক্টর।
ছবি সৌজন্যে: ইসরো
গত তিন-চার দশক ধরে মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহ একাধিক ছবি তুলে ও তথ্য সংগ্রহ করেছে। তার ভিত্তিতেই হিমালয় পার্বত্য অঞ্চলের বিপজ্জনক পরিস্থিতি নিয়ে প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট। ১৯৮৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত হিমালয় পার্বত্য অঞ্চলে নদী অববাহিকায় কী কী পরিবর্তন ঘটেছে ইসরো রিপোর্টে তার বিশদ তথ্য উল্লেখ করেছে। ২০১৬-২০১৭ সালে চিহ্নিত করা হয়েছিল ১০ হেক্টর আয়তনের ২,৪৩১টি হ্রদকে। কিন্তু ১৯৮৪ সাল থেকে এর মধ্য়ে ৬৭৬টি হ্রদের আকার বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে।
৬০১টি হ্রদের আয়তন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে
১০টি হ্রদের আয়তন ১.৫-২ গুণ বেশি হয়েছে
৬৫টি হ্রদের আয়তন বৃদ্ধি পেয়েছে ১.৫ গুণ
ISRO-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সিন্ধু অববাহিকায় অবস্থিত ঘেপাং হ্রদে দীর্ঘ বছর ধরেই পরিবর্তন হচ্ছে। ১৯৮৯-২০২২ সালের মধ্যে হ্রদটির আয়তন ৩৬.৪৯ হেক্টর থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০১.৩০ হেক্টর। অর্থাৎ গত তিন দশকে, হ্রদটির প্রতি বছর ১.৯৬ হেক্টর করে আয়তন বেড়েছে। ইসরোর তরফে জানানো হয়েছে, হিমবাহ গলে যেভাবে আয়তন বৃদ্ধি পাচ্ছে হ্রদগুলির, তাতে জল বিস্ফোরণের সম্ভাবনা ক্রমে বেড়েই চলেছে। এতে সংলগ্ন এলাকার পরিকাঠামো, জনজীবন এবং পরিবেশের উপর ব্য়াপক প্রভাব পড়তে পারে। ইসরো উদ্বেগ প্রকাশ লাগাতার নজরদারি চালানোর পাশাপাশি, ব্যবস্থা গ্রহণ না করা হলে, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।
এমনিতেই হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত স্পর্শকাতর প্রাকৃতিক ভাবে। মনুষ্যঘটিত জলবায়ু পরিবর্তনের প্রভাব বিগত কয়েক বছর ধরেই সেখানে পরিলক্ষিত হচ্ছে। হিমালয় পার্বত্য অঞ্চলের হিমবাহ যে গলতে শুরু করেছে, তা একাধিক গবেষণায় উঠে এসেছে আগেই। হিমবাহ গলে সৃষ্টি হওয়া হ্রদ থেকেই জল পৌঁছয় নদীগুলিতে। তবে বিপজ্জনক ভাবে হ্রদগুলির আয়তন বৃদ্ধি পাওয়া একেবারেই সুবিধাজনক নয়। এর ফলে হিমবাহ ফেটে হুড়মুড়িয়ে বন্যা নেমে আসতে পারে, আর তার ফলাফল যে মারাত্মক হবে তা আর বলার অপেক্ষা রাখে না।