• দুর্গাপুরে হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে বিপত্তি, পড়ে গেলেন মমতা
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৪
  • ফের চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি ঘটল। তিনি কপ্টারের ভেতরেই হোঁচট খেয়ে পড়ে যান। এদিন তাঁর কুলটি এবং আসনসোল দক্ষিণ দুই জায়গায় দুটি প্রচার কর্মসূচি ছিল। আর কুলটিতে পৌঁছনোর জন্যই তিনি দুর্গাপুর থেকে হেলিকপ্টারে চাপেন। তিনি কপ্টারে উঠে আসনে বসতে যাওয়ার সময় আচমকাই পড়ে যান। তবে মুখ্যমন্ত্রী নিজেকে সামলে পৌঁছে যান সভাস্থলে। এদিন মঞ্চ থেকে একাধিক বিষয়ে তিনি তোপ দাগেন BJP-কে। সন্দেখালিতে NSG নামানো নিয়েও করেন উল্লেখযোগ্য মন্তব্য।প্রসঙ্গত, মাস দেড়েক আগে আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতেই পড়ে গিয়েছিলেন তিনি। চোট লাগে মাথায়। এরপর ১৪ মার্চ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন দলীয় নেতা কর্মী, অনুগামীরা। ক্ষতস্থানে পড়েছিল সেলাই। দীর্ঘ সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবে গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ার সময় সেখানে গিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

    ইতিমধ্যেই রাজ্যে দুই দফায় নির্বাচন হয়ে গিয়েছে। এখনও পাঁচ দফায় নির্বাচন বাকি রয়েছে। প্রচার ময়দানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে শুরু করে রাজ্যের সমস্ত জেলায় জেলায় গিয়ে প্রচার করছেন তিনি। রবিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে তাঁর প্রচার কর্মসূচি ছিল। ঘটনাস্থলে যাওয়ার পথেই এই বিপত্তি ঘটে।

    যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সামলে পৌঁছে যান সভাস্থলে। এদিনের সভা থেকে একাধিক বিষয়কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন BJP-কে। তিনি বলেন, ' এখানে একটা চকোলেট বোমা ফাটলেও CBI,NIA, NSG-র প্রয়োজন কেন হচ্ছে! রাজ্য পুলিশকে জানাচ্ছে না। কেউ জানে না কোথা থেকে কী উদ্ধার হল! হতে পারে ওরা গাড়ি থেকে নিয়ে এসে দেখাচ্ছে। কোনও প্রমাণ নেই যে ওই ঘরে সেগুলো ছিল।'

    অর্থাৎ সন্দেশখালির অভিযানে রাজ্য পুলিশকে কিছু জানানো হয়নি, এমনটাই স্পষ্ট জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন একাধিক বিষয়ে নরেন্দ্র মোদীকে তোপ দাগেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওরা ভাবছে বোমা মেরে, চাকরি খেয়ে নির্বাচনে জিততে পারবে। রোজগার চাই, রোটি, কাপড়া, মাকান চাই। লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, সাইকেল, মজদুরকে রক্ষাকবচ চাই।' মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা চাই অন্ডাল বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হোক।'
  • Link to this news (এই সময়)