• ভারতীয় তিন ‌সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা
    আজকাল | ২৭ এপ্রিল ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ইরানের সামরিক বাহিনীর সঙ্গে বাণিজ্য এবং ড্রোন সরবরাহের অভিযোগে ভারতের তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। ভারতীয় তিনটি সংস্থা হল, জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও সি আর্ট শিপ ম্যানেজমেন্ট (ওপিসি) প্রাইভেট লিমিটেড। জানা গেছে সব মিলিয়ে ১২টি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারির বিবৃতি অনুসারে, সাহারা থান্ডার ইরানের প্রতিরক্ষা মন্ত্রক এবং আর্মড ফোর্সেস লজিস্টিকসের পক্ষে চীন (পিআরসি), রাশিয়া সহ একাধিক দেশে ইরানের পণ্য বিক্রি এবং চালানের সঙ্গে জড়িত একটি বিশাল শিপিং নেটওয়ার্ক। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বিবৃতিতে আরও বলেছে, গত ১৩ এপ্রিল ইজরায়েলে হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের এমন ইউএভি বা ড্রোন উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট ১২টি সংস্থাকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)