• ব্রিটেনের তেলবাহী জাহাজে হুথিদের ‌‌মিসাইল হামলা
    আজকাল | ২৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ব্রিটেনের একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্রিটেনের তেলবাহী ট্যাঙ্কার ‘আন্দ্রোমেদা স্টারে’ সরাসরি হামলা চালিয়েছে। এছাড়া ইয়েমেনের সা আদা অঞ্চলের আকাশসীমায় ব্রিটেনের একটি ড্রোন ভূপতিত করার কথাও তিনি জানান। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলা ইজরায়েলি জাহাজে হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। প্যালেস্তাইনেরর গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবেই এই পদক্ষেপ। কিন্তু ইজরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনে হামলা চালাতেই হুথি গোষ্ঠী পাল্টা দিতে শুরু করেছে। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে শুক্রবার লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য দিয়েছিল। এর কয়েক ঘণ্টা পর হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, তাদের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ব্রিটিশ জাহাজে। হামলার সময় জাহাজে কি পরিমাণ তেল ছিল তা জানা যায়নি। জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাও স্পষ্ট নয়। 
  • Link to this news (আজকাল)