• মহারাষ্ট্রে চালকের তৎপরতায় প্রাণ বাঁচল ৩৬ জন বাসযাত্রীর
    আজকাল | ২৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একেই বলে কপাল জোরে রক্ষা। মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে বাসে আগুন ধরে যায়। তবে তার আগেই বাসের ৩৬ জন যাত্রী বাস থেকে নেমে পড়েন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে। মুম্বই থেকে বাসটি পুনের দিকে যাচ্ছিল। সূত্রের খবর, বাসের চাকা ফেটে গিয়ে বাসে আগুন ধরে যায়। তবে চালকের তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পায় যাত্রীরা। চালক তখনি বাসের সমস্ত আপতকালীন গেট খুলে দেয় এবং যাত্রীদের সেখান থেকে বের করে দেয়। নাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। পুলিশ এবং দমকল গিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে আগুনের জেরে কালো ধোঁয়াতে ঢেকে যায় গোটা এলাকা। কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল। সুরক্ষিত অবস্থায় যাত্রীদের সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাঁদের গন্তব্যের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 
  • Link to this news (আজকাল)