• ‌তীব্র গরমে ভোটের প্রচার, হিটস্ট্রোক প্রাণ কাড়ল মুর্শিদাবাদের তৃণমূল নেতার ...
    আজকাল | ২৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তীব্র গরম। চলছে তাপপ্রবাহ। তার মধ্যেই চলছে ভোট প্রচার। এই পরিস্থিতিতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন মুর্শিদাবাদের এক তৃণমূল নেতা। জানা গেছে, গত ১৯ এপ্রিল দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে ‘হিটস্ট্রোক’–এ আক্রান্ত হন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সহ–সভাপতি পরেশনাথ মণ্ডল (‌৫৪)‌। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থা স্থিতিশীল হলে শুক্রবার বাড়ি ফেরেন তিনি। কিন্তু শনিবার ফের অসুস্থ বোধ করলে পরেশকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু রাস্তাতেই মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান। প্রসঙ্গত, মুর্শিদাবাদের জঙ্গিপুর সংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সহ–সভাপতি ছিলেন পরেশনাথ। নবগ্রাম বিধানসভা এলাকার দলের মূল সংগঠক ছিলেন তিনি। গত ১৯ এপ্রিল পাঁচথুপি এলাকায় দেওয়াল লেখার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হন পরেশ। সপ্তাহখানেক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে তিনি শুক্রবার বাড়ি ফেরেন। পরিবারের দাবি, চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছিলেন। কিন্তু বাড়ি ফিরে শনিবার দলীয় প্রচারে অংশ নেন পরেশনাথ। তারপর ফের অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা গেলেন তৃণমূলের এই নেতা। 
  • Link to this news (আজকাল)