• ২৬ হাজার চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার
    আজকাল | ২৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাই কোর্টের নির্দেশে যে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি হারিয়েছে তাঁদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। শিক্ষ দপ্তর সূত্রে খবর, শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে ততদিন কারও বেতন বন্ধ করা হবে না। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালতে গিয়েছে রাজ্য। শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেও মামলা করা হয়েছে। শিক্ষ দপ্তর সূত্রে খবর, যেহেতু বিষয়টি বিচারাধীন এবং চাকরিহারাদের সকলেই এপ্রিল মাসে কাজ করেছেন তাই তাঁদের এই বেতন দেওয়া হবে। শ্রম আইন অনুসারে, কেউ কাজ করতে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। 
  • Link to this news (আজকাল)