'মমতা ব্যানার্জি স্টেজের উপর ভরতনাট্যম করেন', ফের বেলাগাম আক্রমণ অভিজিৎ গাঙ্গুলির!
২৪ ঘন্টা | ২৭ এপ্রিল ২০২৪
কিরণ মান্না: আজ ময়নার বাকচার গোড়ামহলে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিধায়ক অশোক দিন্দা সহ একাধিক বিজেপি নেতৃত্বরা মৃতের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন। কথা বলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এই এলাকায় শুধু বিজেপির লোকজনরাই খুন হচ্ছে। তৃণমূলের কেউ খুন হচ্ছে না। তার মানে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। মৃতের পরিবার কয়েকজনের নামে অভিযোগ করেছে। তারা এখন ফেরার। পুলিস যদি তাদের খুঁজে গ্রেফতার করে, তাহলে তাদের জিজ্ঞাসাবাদ করলেই সবটা বোঝা যাবে। পুলিস যদি সেটা করে তাহলে এলাকার মানুষজনের রাগ ক্ষোভ খানিকটা প্রশমিত হতে পারে। নইলে পালটা খুন হয়ে যেতে পারে মানুষের মধ্যে যা রাগ রয়েছে।একইসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও তোপ দাগেন, "মমতা ব্যানার্জি স্টেজের উপর শুধু ভরতনাট্যম করেন। তার পুলিস কিছুই করে না। চোর জোচ্চোরদের সরকার। ওরা অনেক কিছু বলছে। আমি বডির যে ছবি দেখেছি, বডি কথা বলে, এটা কখনওই আত্মহত্যা হতে পারে না। এটা পরিকল্পিত খুন। এক্সপার্ট কিলারদের কাজ। নইলে দেহের পকেটে কখনও মোবাইল ফোন রেখে দিয়ে যেত না। পুলিস সেই মোবাইল ফোন ট্র্যাক করতে পেরেছে। দেহ জোচ্চোর সরকারের পুলিস বা হাসপাতালে ময়নাতদন্ত না করে কোনও কেন্দ্রীয় হাসপাতালে করা হোক।" দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। প্রসঙ্গত, কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'রোহিঙ্গা' বলে বেনজির আক্রমণ করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি।
গতকাল ভূপতিনগরের ওসি গোপাল পাঠক ময়না বাকচায় এসে কী করছিলেন! এদিন সেই প্রশ্নও তোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন, "উনি প্রথমত লাঠি উঁচিয়ে বডি বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কেন করবেন উনি? উনি তো এই থানার পুলিস-ই নন। এসপির কাছে জানতে চাওয়া হবে। আমি এলাকার বিধায়কের কাছে অনুরোধ করব, ইমিডিয়েট ওই ওসির বিরুদ্ধে এফআইআর করার জন্য। কারণ উনি তৃণমূল কংগ্রেসের দালালি করেন। এলাকার মানুষ তাই জানাচ্ছেন।"