• হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি! হোঁচট খেয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
    ২৪ ঘন্টা | ২৭ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি। সিঁড়িতে হোঁচট খান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আসানসোলে লোকসভা ভোটের দু’টি প্রচারসভা ছিল মমতার। দূর্গাপুর থেকে আসানসোলের সেখানেই যাচ্ছিলেন মমতা। তখনই কপ্টারের চড়ার মূর্হুতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। সূত্রের খবর, আপাতত সুস্থ আছেন তিনি। ইতিমধ্যেই কুলটির সভায় পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। 

    পিছনে তার নিরাপত্তা রক্ষী মুখ্যমন্ত্রীকে ধরে তুলে দেন। তারপরেই তিনি বসে পড়েন। বড়সড় বিপদ থেকে রক্ষা মিললেও মুখ্যমন্ত্রী সামান্য চোট পেয়েছেন বলেই সূত্রের খবর। মুখ্যমন্ত্রী কুলটির জনসভায় প্রবেশ করলেন। দুর্গাপুর থেকে সোজা সভায় এলেন তিনি। এদিন তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী মলয় ঘটক, ভি শিভদাসন দাসু, মেয়র বিধান উপাধ্যায়, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, প্রমুখ। আদিবাসী নৃত্য করে স্বাগত জানানো হয় নেত্রীকে। সেখানে সময়মত হেলিকপ্টার ছেড়ে পশ্চিম বর্ধমান জেলার কুলটির জনসভা উদ্দেশ্যে রওনা দেন হেলিকপ্টারে চেপেই। গত দু দিন আগেই বুদবুদের জনসভায় বলেছিলেন, হেলিকপ্টার হিট চেম্বার হয়ে থাকে। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, শরীরের জল শুকিয়ে যাচ্ছে। এই গরমে নির্বাচন করা উচিৎ হয়নি। মাস দেড়েক আগেই বাড়িতেই পড়ে গিয়ে কপালে চোট পান মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকে রক্তক্ষরণ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করে তড়িঘড়ি নিয়ে আসা হয় এসএসকেএমে। কপালে চারটে সেলাই পড়ে তাঁর। নাকেও আঘাত পান। এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে। পিছন থেকে ধাক্কা লাগার কারণেই মমতা পড়ে গিয়েছেন বলে জানান তিনি। যদিও পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে এসএসকেএমের ডিরেক্টর বলেন, 'মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিকভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাননি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল তিনি কোনও ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়ে থাকতে পারে।' 
  • Link to this news (২৪ ঘন্টা)