• Yogi Adityanath : 'মুসলিমদের গোমাংস খাওয়ার অধিকার দিয়ে চায় কংগ্রেস!' মোদীর রেশ টেনে সুর চড়ালেন যোগী
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৪
  • নরেন্দ্র মোদীর পর এবার কংগ্রেসের মুসলিমপ্রীতি নিয়ে তোপ যোগী আদিত্যনাথের। তাঁর দাবি, কংগ্রেস ক্ষমতায় এলে মুসলিমদের গোরু খাওয়ার অধিকার দেবে। অর্থাৎ নির্বিচারে গোহত্যা শুরু হবে দেশে।উত্তর প্রদেশে একটি নির্বাচনী জনসভায় শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, 'এই লজ্জাহীন ব্যক্তিরা গোরু খাওয়ার অধিকার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা গোরুকে মাতৃরূপে পুজো করি। এরা কষাইদের হাতে গোমাতাকে তুলে দিতে চাইছে। এটা কি ভারতের মানুষ মেনে নেবে?' সংখ্যালঘু সম্প্রদায়কে গোরু খাওয়ার অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এমনটাই বক্তব্য যোগী আদিত্যনাথের।

    প্রসঙ্গত, দেশের কোনও রাজ্যেই গোরু খাওয়া নিষিদ্ধ নয়। সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী, এ দেশের মানুষ নিজের পছন্দ মতো খাবার খেতে পারেন। এটি দেশের মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। গোমাংস খাওয়ার উপরও কোনও নিষেধাজ্ঞা নেই দেশের কোনও প্রান্তেই।

    উল্লেখ্য, উত্তর প্রদেশ এমন একটি রাজ্যে যেটি গোমাংস রফতানিতে প্রথম সারিতেই থাকে। নির্বাচনী বন্ডের মাধ্যমে BJP-র খাতে যে অর্থ গিয়েছে, তার মধ্যে একটি বড় অংশ এসেছে একটি গোমাংস রফতানি কারক সংস্থা থেকে।

    মোরাদাবাদ জেলায় একটি নির্বাচনী ব়্যালিতে BJP প্রার্থী পরমেশ্বরলাল সাইনির হয়ে সম্বল লোকসভা আসনের জন্য প্রচারে পৌঁছেছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার রেশ টেনে তিনি উল্লেখ করেন কংগ্রেসের ইস্তেহারে স্ত্রীধন ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে স্ত্রীধন বিলিয়ে দেবে কংগ্রেস, মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'যদি কারও বাড়িতে চারটি ঘর থাকে, কংগ্রেস দু'টি নিয়ে নেবে। শুধু তাই নয়, কংগ্রেস বলছে ঘরের মহিলাদের গয়না নিয়ে নেবে। দেশে এটা কখনও মেনে নেবে না। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এইসবই করার চেষ্টা করে গিয়েছে কংগ্রেস। SC/ST কিংবা OBC-দের জন্য যে সংরক্ষণ রয়েছে তার থেকে মুসলিম কোটা দিতে চেয়েছিল কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দাবি করেছিলেন, দেশের সম্পদে সর্বাধিক অধিকার মুসলিমদের।'

    অমেঠি এবং রায়বরেলি থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর ভোটে লড়াইয়ের জল্পনা তুঙ্গে। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, আগামী ১ মে রাহুল ও প্রিয়াঙ্কা মনোনয়ন জমা দিতে পারেন। তার আগে অযোধ্যায় রামলালার দর্শনে যাবেন দু'জনে। এ প্রসঙ্গে কটাক্ষের সুরে যোগী আদিত্যনাথ বলেন, 'নিজেরা যখন সরকারে ছিল ভগবান রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। রামলালা সকলের। এটাই ওদের দ্বিচারিতা। যারা ভারত মাতা কি জয় বলতে অস্বস্তিবোধ করে, বন্দে মাতরম বলতে পারে না, তাদের যেন একটি ভোটও না দেওয়া হয়।'
  • Link to this news (এই সময়)