মারাত্মক তাপপ্রবাহে পুড়ছে দেশের একাধিক রাজ্য। জ্বালাপোড়া গরমে একফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় সকলে। তার মাঝে মনোরম আবহাওয়া হিমাচলে। বরফের চাদরে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশের লাহুল-স্পীতি। প্রাণ জুড়িয়ে দেওয়া সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে, চাঁদিফাটা রোদ আর তাপপ্রবাহের হাত থেকে মুক্তি মিলবে কবে? কবে নামবে স্বস্তির বৃষ্টি? এই নিয়ে কী জানাচ্ছেন IMD বিজ্ঞানী?উত্তপ ভারতে তাপপ্রবাহে মাত্রা খানিকটা কমার ইঙ্গিত দিয়েছেন IMD বিজ্ঞানী সোমা সেন রায়। তিনি বলেন, 'গতকাল থেকে আমরা দেখছি ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে। হরিয়ানা, মধ্য প্রদেশ এবং রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসন্ন।' তিনি ব্যাখ্যা দিয়ে বোঝান, এই ঝড়বৃষ্টির কারণেই উত্তর ভারতে ধীরে ধীরে লু বইবার সম্ভাবনা কম হচ্ছে। সোমা সেনের কথায়, 'এই ঝড়বৃষ্টির জেরে আগামী কয়েকদিনে উত্তর ভারতের রাজ্যগুলিতে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। ফলে নতুন করে হিটওয়েভের সম্ভাবনাও উত্তর ভারতে কমবে। আগামী পরশুদিনের জন্য আমরা কমলা সতর্কতা জারি করেছি। কারণ সে সময় প্রবল ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বিশেষত পঞ্জাব এবং হরিয়ানাতে এই পরিস্থিত বজায় থাকবে। পশ্চিম হিমালয় এলাকায় কমলা সতর্কতা জারি থাকবে।'
সোমা সেন রায় আরও বলেন, 'গতকাল দিল্লিতে হালকা ঝড়বৃষ্টি হয়েছে। ৫০ কিলোমিটার বেগে হাওয়া বয়েছে রাজধানীতে। জম্মু ও কাশ্মীর এবং পশ্চিম হিমালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।'
তবে পূর্ব উত্তর প্রদেশে এখনও হিটওয়েভ জারি থাকবে। এ প্রসঙ্গে সোমা সেন রায় বলেন, 'পূর্ব ভারত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওডিশাতে হিটওয়েভ মারাত্মক আকার ধারণ করেছে। ৪৫ থেকে ৪৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে তাপমাত্রা। মারাত্মক হারে তাপপ্রবাহ চলবে সংশ্লিষ্ট এলাকাগুলিতে। গত কয়েকদিন ধরেই হিটওয়েভের শিকার বাংলা এবং ওডিশা। আমরা আরও কয়েকদিন এই দুই রাজ্যের জন্যই লাল সতর্কতা জারি রাখছি।' IMD বিজ্ঞানীর সংযোজন, 'পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন, বিহার, ঝাড়খণ্ড এবং দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, রাইসীমা, কঙ্গনে হিটওয়েভ পরিস্থিতি জারি থাকবে আগামী পাঁচদিন।'
এদিকে, সম্পূর্ণ উলটো চিত্র হিমাচল প্রদেশে। রাজ্যের ১০টি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। আগামী ৪৮ ঘণ্টায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বিলাসপুর, চাম্বা, হামিরপুর, কাংড়া, কুলু, মাণ্ডি, সিমলা, সিরমাউর, সোলান, উনাতে।