• Narendra Modi: ৫৬ ইঞ্চি ছাতি আর সাদা দাড়িতে অবিকল মোদী! ফুচকা বিক্রেতাকে দেখে থ নেটপাড়া
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৪
  • জীবন কাটছিল ফুচকা বিক্রি করেই। আচমকাই রাতারাতি ভাইরাল। ক্যামেরাম্যান, সংবাদমাধ্যম, ইউটিউবার সকলের ভিড়। ঘোর কাটছে না কিছুতেই। রাতারাতি সংবাদের শিরোনামে বৃদ্ধ। নিজেও ভাবতে পারছেন না এমনটা কী ভাবে সম্ভব হল। লোকসভা ভোটের মধ্য়েই গুজরাটের এক সাধারণ ফুচকা বিক্রেতা বৃদ্ধ রাতারাতি ভাইরাল। কেন? কারণ তাঁর মুখের সঙ্গে মিল রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদলের।বৃদ্ধের নাম অনিল ভাই থাক্কার। গুজরাটের আনন্দে 'তুলসী পানিপুরী সেন্টার' নামে একটি দোকান চালান। বর্তমানে অনিল নয় স্থানীয়দের কাছে তিনি হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডুপ্লিকেট ভার্সন! কারণ তাঁর পার্শ্ব মুখের সঙ্গে অনেকটাই মিল রয়েছে মোদীর মুখের। আর সেই কারণে ভাইরাল তিনি। শুধু পার্শ্ব মুখের মিলই নয়, চুলের ছাঁট ও দাঁড়ি এক্কেবারে মোদীর মতো। এক ঝলকে দেখলে মোদী বলে ভুল হতেই পারে।

    আদতে জুনাগড়ের বাসিন্দা থাক্কার। ১৮ বছর বয়স থেকে গুজরাটের বুকে তুলসী পানিপুরী সেন্টার চালাচ্ছেন তিনি। দোকানটি চালু করেছিলেন তাঁর দাদু। ৭১ বছরের বৃদ্ধের কথায় প্রায়শই এখন অনেক গ্রাহক তাঁর একটা নিজস্বী নেওয়ার জন্য অনুরোধ করেছন। সবই তাঁর 'লুক'-এর কল্য়াণে। তাঁর সঙ্গে মোদীর মুখের অনেকটা মিল থাকায় তাঁর সঙ্গে একটা নিজস্বী নিতে চাইছেন বহু মানুষই। বৃদ্ধের কথায়, 'স্থানীয় এবং পর্যটক বহু মানুষের সঙ্গে ভালোবাসা ও শ্রদ্ধা পাচ্ছি প্রধানমন্ত্রীর মুখের সঙ্গে আমার মুখের মিল থাকায়।'

    নিজেও কিন্তু মোদীর একনিষ্ঠ ভক্ত থাক্কার। জানিয়েছেন, প্রধানমন্ত্রী মূল্যবোধের দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত তিনি। পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেন। নিজের দোকানকে সবসময় ঝকঝকে-তকতকে রাখতে পছন্দ করেন। তবে অনিলই প্রথম সেই ব্যক্তি নন যাঁর সঙ্গে মোদীর মুখের হুবহু মিল রয়েছে। মুম্বইয়ের মালাডের বিকাশ মহন্তের সঙ্গে প্রধানমন্ত্রীর মুখে দারুণ সাদৃশ্য রয়েছে। চলতি বছরের শুরুর দিকে তাঁর গর্বা বাজানোর একটি দৃশ্য ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। অনেকেই ভেবে বসেছিলেন এটা মোদীর ডিপফেক ভিডিয়ো। কেউ হয়তো ইচ্ছাকৃত ভাবেই ভিডিয়োটি তৈরি করেছেন। প্রাথমিক ভাবে ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। মনে করা হয়েছিল হয়তো এটি ডিপফেক। পরে অবশ্য বিকাশ মহন্তে স্পষ্ট করেন তিনিই ভিডিওতে গর্বা বাজিয়েছেন। একটি কমেন্টে মহন্তে স্পষ্ট করেন তাঁর মুখের সঙ্গে মিল রয়েছে প্রধানমন্ত্রীর মুখে। তিনিও মোদী এবং তাঁর দলের একজন ভক্ত বলে জানান।
  • Link to this news (এই সময়)