• Amethi Raebareli : রাহুল-প্রিয়াঙ্কাই অমেঠি-রায়বরেলির প্রার্থী? কবে নাম ঘোষণা? মুখ খুললেন খাড়গে
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৪
  • লোকসভা ভোটের দ্বিতীয় পর্ব মিটে গিয়েছে। ওয়েনাড়ে ৭২ শতাংশেরও বেশি ভোট পড়েছে। রাহুল গান্ধীর জয় নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী কংগ্রেস। এদিকে, শুরু হয়ে গিয়েছে অমেঠি এবং রায়বরেলি কেন্দ্রের মনোনয়ন পর্ব। তা সত্ত্বেও কেন এই দুই কেন্দ্রের প্রার্থী বাছাই করা হচ্ছে না? রাহুল এবং প্রিয়াঙ্কাকেই কি এই দুই কেন্দ্র থেকে দাঁড় করানো হবে? সমস্ত জল্পনার মাঝে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।মুখ খুললেন খাড়গেওয়েনাড়ের ভোট সম্পন্ন। এবার গোটা দেশের নজর অমেঠির দিকে। স্মৃতি ইরানির বিরুদ্ধে কি এবার বদলে নিতে যাবেন রাহুল? না কি নরেন্দ্র মোদীর কথাই সত্যি হবে? তিনি বলেছিলেন, 'কংগ্রেসের রাজপুত্রের জন্য অন্য নিরাপদ আসনের খোঁজ চলছে।' পাশাপাশি রায়বরেলি কেন্দ্রটি নিয়েও সাসপেন্স বজায় রেখেছে কংগ্রেস। প্রচারে ঝড় তুলতে দেখা গেলেও আদৌ লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধীর ডেবিউ হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েই গিয়েছে।

    এ প্রসঙ্গে শনিবার সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন মল্লিকার্জুন খাড়গেকে। কংগ্রেস সভাপতির কথায়, 'অমেঠি এবং রায়বরেলি নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করুন। সমস্তটাই স্পষ্ট হয়ে যাবে।' অর্থাৎ শনিবার এই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করার সম্ভাবনা কার্যত ক্ষীণ বলেই বুঝিয়ে দিলেন খাড়গে। পাশাপাশি, আদৌ রাহুল এবং প্রিয়াঙ্কাকেই যথাক্রমে অমেঠি এবং রায়বরেলি থেকে প্রার্থী ঘোষণা করা হবে কি না, তা নিয়েও স্পষ্টভাবে কোনও মন্তব্য করলেন না।

    অমেঠি-রায়বরেলি নিয়ে সাসপেন্স তুঙ্গেশনিবার সন্ধ্যায় কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক বসার কথা দিল্লির সদর দফতরে। সেখানে এই দুই চর্চিত কেন্দ্রের প্রার্থীদের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে নাম ঘোষণায় এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলেই ইঙ্গিত দিলেন দলের সভাপতি। অমেঠি এবং রায়বরেলিতে গান্ধী ভাইবোন দাঁড়াবেন বলেই আশায় বুকে বেঁধেছেন স্থানীয় পার্টি কর্মী-সমর্থকরা। সে ক্ষেত্রে মনোনয়ন পর্ব শুরু হয়ে যাওয়ার পরও এই সাসপেন্স মোটে পছন্দ হচ্ছে না গ্রাউন্ড লেভেলের কর্মীদের। এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত।

    তবে জানা গিয়েছে, অমেঠিতে সার্ভে চালিয়েছে কংগ্রেস। হাইকমান্ডের পক্ষ থেকে দুই কেন্দ্রেরই গ্রাউন্ড লেভেল রিপোর্ট চাওয়া হয়েছে। গান্ধী পরিবারের ভাইবোনই এই দুই কেন্দ্রে লড়তে পারেন বলে সূত্র মারফত খবর। আগামী ১ মে মনোনয়ন জমা করতে পারেন রাহুল গান্ধী। তাঁর আগে বোন প্রিয়াঙ্কার সঙ্গে অযোধ্যার রাম মন্দির দর্শনেও যেতে পারেন তিনি। এই নিয়ে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানি।
  • Link to this news (এই সময়)