• 'বীরভূমে প্রার্থী বদল হয়নি', স্পষ্ট জবাব জেলা BJP-র
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৪
  • বীরভূমে BJP-র প্রার্থী 'বিভ্রাট'? প্রাক্তন IPS দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে। এদিকে পরিস্থিতির আন্দাজ করে বীরভূমে আগেই বিকল্প প্রার্থী দিয়েছিল BJP। দেবতনু ভট্টাচার্য ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে, দেবাশিস ধরও নিজের মতো করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বীরভূমের প্রার্থী ভবিষ্যৎ সেক্ষেত্রে কী হতে চলেছে?বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য প্রাক্তন IPS অফিসার দেবাশিস ধরের নাম ঘোষণা করে BJP। তিনি মনোনয়নও জমা দেন। কিন্তু, নো ডিউস সার্টিফিকেট না মেলায় তাঁর মনোনয়ন বাতিল হয়। এদিকে গত বৃহস্পতিবারই বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন BJP নেতা তথা রাঢ়বঙ্গের সহ আহ্বায়ক দেবতনু ভট্টাচার্য।

    অন্যদিকে, মনোনয়ন বাতিল হলেও আইনি লড়াইয়ের হুংকার দিয়েছিলেন দেবাশিস। এদিকে প্রচারে নেমেছেন দেবতনুও। তবে প্রার্থী ‘বদল’ হয়নি, বরং পরিস্থিতির কথা মাথায় রেখে ‘বিকল্প প্রার্থী’ দেওয়া হয়েছে, এমনই মন্তব্য করতে শোনা গেল জেলা BJP সভাপতি ধ্রুব সাহার কণ্ঠে।

    তিনি বলেন, ‘প্রার্থী বদল আর বিকল্প প্রার্থী দেওয়ার মধ্যে তফাত রয়েছে। কোনওভাবেই এই বিষয়টিকে প্রার্থী বদল বলা যাবে না।’ অন্যদিকে, দেবাশিস ধর বলেন, 'আমরা আদালতে গিয়েছি। আদালতের সিদ্ধান্তের উপর পুরোটা নির্ভর করবে।' লোকসভা নির্বাচনে প্রার্থী হতে না পারলে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ কী ভাবে দেখছেন দেবাশিস? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি প্রশাসনিক জায়গা থেকে এসেছি। আমি বরাবর চাইব দলের মধ্যে থেকেই প্রশাসনিক কোনও দায়িত্ব পালন করতে যাতে পলিশি তৈরির সঙ্গে যুক্ত থাকতে পারি।'

    এদিকে প্রচারে বেরিয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দেবতনু ভট্টাচার্যও। তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠন গোছানোর দায়িত্বে রয়েছেন। শনিবার তিনি প্রচার শুরু করেন মহম্মদ বাজার থেকে। প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবতনু ভট্টাচাৰ্য বলেন, 'ভারতীয় জনতা পার্টি সংগঠন নির্ভর দল। তাই একটা কলাগাছ দাঁড় করালেও বিজেপির সমর্থকরা গেরুয়া শিবিরকেই ভোট দেয়।’

    যদিও বীরভূমে লোকসভা নির্বাচনের ইতিহাস বলছে, ২০০৯ সাল থেকে সেখানে একচেটিয়া দাপট দেখাচ্ছেন শতাব্দী রায়। তিনবার তাঁকে সাংসদ হিসেবে বেছে নিয়েছেন সাধারণ মানুষ। এই বারেও দলের টিকিটে প্রার্থী হয়েছেন তিনি। এবার প্রাক্তন IPS দেবাশিস ধরকে প্রার্থী করেছিল BJP। কিন্তু, তাঁর মনোনয়ন বাতিলের পর বিকল্প প্রার্থীকেই দেখা যাচ্ছে প্রচার ময়দানে।
  • Link to this news (এই সময়)