• 'পাপ বাপকে ছাড়ে না', শীতলকুচি প্রসঙ্গ টেনে দেবাশিস ধরকে কটাক্ষ অভিষেকের
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনের প্রচারে শনিবার দুবরাজপুরের খয়রাশোল ব্লকে গোষ্ঠ ডাঙাল মাঠে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দিনই তাঁর জামালপুরে অপর একটি সভা রয়েছে। এদিন একাধিক বিষয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বীরভূমে বলেন, 'নরেন্দ্র মোদী বলছেন দশ বছরে ট্রেলার দেখিয়েছেন। এবার জয়ী হলে সিনেমা দেখাবেন। দশ বছরে কী ট্রেলার দেখিয়েছেন? রান্নার গ্যাস হাজার টাকা হয়েছে, ডিজেল হয়েছে ৯২ টাকা, কেরোসিন হয়েছে ১৭ থেকে ৭৫ টাকা, ডাল হয়েছে ১৬০ টাকা, তেল হয়েছে ২০০ টাকা। এতকিছুর পরেও সিনেমা দেখতে চান?'এদিন বীরভূম থেকে BJP-কে প্রার্থী নিয়ে খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '১৫ দিনে BJP দু'বার প্রার্থী বদল করল। মোদীর গ্যারান্টি কি আবাস যোজনা, সড়ক যোজনার টাকা বন্ধ করে দেওয়া? আবাস যোজনার টাকার জন্য তিন বছর ধরে কেন্দ্রকে চিঠি দিচ্ছি। কিন্তু, টাকা দেয়নি। অথচ বিজেপির নেতারা বলেন, বাড়ির টাকা তৃণমূল নিয়ে নিয়েছে।'

    শীতলকুচি প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবাশিস ধরকে তোপ দাগেন। তিনি বলেন, 'পাপ বাপকে ছাড়ে না। মা তারা বিচার করেছেন।' তৃণমূল নেতাদের বাড়ি ইডি সিবিআই পাঠিয়ে ধমকানো চমকানোর চেষ্টা করা হচ্ছে বলেও এদিন দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'যাঁরা নিজেদের মধ্যে প্রার্থী ঠিক করতে পারছে না তাঁদের গ্যারিন্টি নেবেন? ১৫ দিনে দু'বার প্রার্থী বদল করেছে। এখনও মানুষ জানে না প্রার্থী কে? কী অবস্থা?'

    এদিন বীরভূমের মঞ্চে দাঁড়িয়ে BJP নেত্রীর মন্তব্যের অডিয়ো শোনান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা যায় দীপা চক্রবর্তী বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করা হবে। অভিষেক বলেন, 'দশ দিন আগে এই কথা তিনি বলেছেন। BJP এর বিরুদ্ধে কিছু করেনি। তার মানে এই বিষয়টিকে BJP সমর্থন করছে।'

    এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'তর্কের জন্য ধরছি কিছু লোক দুর্নীতি করছে। অন্যায় করছে। কিন্তু, এই প্রায় ২৬ হাজারের মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ মেধাবী। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিচ্ছেন আর মোদী তা নিয়ে নিচ্ছেন।'

    BJP-র ইস্তেহারের 'ওয়ান নেশন, ওয়ান ইলেকশন' প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'BJP ইস্তেহারে বলছে পাঁচ বছরে একবার আপনি ভোট দেবেন। এটাই আপনার জীবনের শেষ ভোট হতে পারে। ওরা হয়তো সংবিধান বদলে দেবে। যত জোরে বোতাম টিপবেন, তত দিল্লিতে ভূমিকম্প হবে। যাতে পদ্মফুল সর্ষেফুল দেখে সেই মোতাবেক ভোট দিন।'
  • Link to this news (এই সময়)