• ‘হয়তো গাড়ি থেকে নিয়ে এসে দেখাচ্ছে’, NSG অভিযান নিয়ে বিস্ফোরক মমতা
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৪
  • NSG কম্যান্ডো অভিযান নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশকে কিছু না জানিয়েই এই অভিযান হচ্ছে - বলে দাবি তাঁর। এমনকি, যে অস্ত্র-বিস্ফোরক পাওয়া গিয়েছে, সেগুলিকে ওখানে গাড়ি করে নিয়ে আসা হতেও পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন তিনি।শনিবার আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ যেন যুদ্ধ চলছে মনে হচ্ছে। CBI,NIA, NSG-র প্রয়োজন কেন হচ্ছে! রাজ্য পুলিশকে জানাচ্ছে না। কেউ জানে না কোথা থেকে কী উদ্ধার হল! হতে পারে ওরা গাড়ি থেকে নিয়ে এসে দেখাচ্ছে। কোনও প্রমাণ নেই যে ওই ঘরে সেগুলো ছিল।'

    এর আগেও কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার নিয়ে একাধিকবার বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করতে শোনা গিয়েছে। শুক্রবার, সন্দেশখালিতে তল্লাশি চালায় সিবিআই। বিস্ফোরক পদার্থ পাওয়া গিয়েছে বলে সেখানে NSG কম্যান্ডো বাহিনী নামানো হয়। যদিও, বিশাল সংখ্যক বিস্ফোরক উদ্ধারের কোনও খবর পাওয়া যায়নি। যদিও, কাল রাতে বেশ কিছু অস্ত্র উদ্ধারের তালিকা প্রকাশ করেছে সিবিআই। এই অভিযান নিয়ে সন্দেশপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কেন চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনএসজির দরকার পড়ে? যেন যুদ্ধ হচ্ছে?’

    Mamata Banerjee Injury Update : ফের চোট, কপ্টারে উঠতে গিয়ে পড়ে গেলেন মমতা

    সন্দেশখালিতে ইডি আধিকারিকদের হামলার ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। সেই তদন্তের স্বার্থেই গতকাল সন্দেশখালিতে যায় সিবিআই-এর একটি টিম। সেখানে আবু তালেব মোল্লা নামে শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে একাধিক অস্ত্র উদ্ধার করে CBI অধিকারীকরা। তবে, ওই বাড়িতে আরও বিস্ফোরক ছিল বলে আশঙ্কা করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তখনই তড়িঘড়ি NSG কম্যান্ডো বাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটকে ডেকে পাঠানো হয়।

    অত্যাধুনিক মেশিন, রোবট ব্যবহার করে বিস্ফোরক উদ্ধার করতে দেখা যায় NSGকে। যদিও, এই ঘটনাকে ‘নাটক’ বলে আগেই দাবি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। এবার এই ঘটনা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে এসএসসির চাকরি বাতিল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর নিশানায় ছিলেন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এমনকি, আগেবার নির্বাচনে বিজেপি প্রার্থী টাকা ছড়িয়ে ভোটে জিতেছিলেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (এই সময়)