• গাজায় ধ্বংসস্তূপ সরাতে লাগতে পারে ১৪ বছর, ‌‌দাবি রাষ্ট্রপুঞ্জের...
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলের হামলায় যে বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তা পুরোপুরি সরাতে ১৪ বছর সময় লাগতে পারে। শুক্রবার রাষ্ট্রপুঞ্জ এই দাবি করেছে। জেনেভায় রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে বলা হয়েছে, যুদ্ধের ফলে প্রায় ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ ব্যাপক ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে আছে। রাষ্ট্রপুঞ্জের কথায়, অন্তত ১০০টি ট্রাক ব্যবহার করলে ১৪ বছরে এই ধ্বংসস্তূপ সরানো সম্ভব হতে পারে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস হামলা চালায় ইজরায়েলের উত্তরাঞ্চলে। অন্তত ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫০ জনকে পণবন্দি করে রাখা হয়। যদিও পণবন্দির সংখ্যাটা এখন প্রায় ১২৯। হামাসের হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরু করে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী। ইজরায়েলের হামলায় এখনও অবধি ৩৪ হাজারেরও বেশি প্যালেস্তাইনি মারা গেছেন। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির বিরাট অংশ ধ্বংস হয়ে গেছে। 
  • Link to this news (আজকাল)