• ইতিহাসের হাতছানি, বিরাটের রেকর্ড ভাঙতে পারবেন রোহিত'
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শেষ চার ম্যাচে তিন জয়ে ছন্দ ফিরে পেয়েছে দিল্লি ক্যাপিটলস। টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে সৌরভ, পন্টিংয়ের দল। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারলে প্লে অফের দিকে আরও এগিয়ে যাবেন ঋষভ পন্থরা। এই ম্যাচে নজিরের হাতছানি রোহিত শর্মার। রয়েছে বিরাট কোহলির রেকর্ড ভাঙার সুযোগও। আইপিএলে দিল্লির বিরুদ্ধে ১০২৬ রান রয়েছে রোহিতের। এদিন মাত্র ৫ রান করতে পারলেই আইপিএলের ইতিহাসে কোনও ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সর্বোচ্চ রান হয়ে যাবে রোহিতের। আশা করা যাচ্ছে এদিন নতুন মাইলস্টোন ছোঁবেন মুম্বইয়ের প্রাক্তন নেতা। দিল্লিতে শেষ দুটো ম্যাচই হাই-স্কোরিং হয়। দিল্লি-মুম্বই ম্যাচেও সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম সাক্ষাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিতেছিল মুম্বই। শেষ ওভারে রোমারিও শেফার্ডের ঝোড়ো ব্যাটিং দু"দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ছন্দে ফিরেছে পন্থের দল। তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর। শেষ ম্যাচে দুর্দান্ত খেলেন ঋষভ। সবমিলিয়ে আত্মবিশ্বাসী দিল্লি শিবির। তবে ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, এদিন সবার নজর থাকবে রোহিতের দিকে। পারবেন কি ফিরোজ শাহ কোটলায় বিরাটকে টপকে নয়া নজির গড়তে? 
  • Link to this news (আজকাল)