• ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে নৈনিতালের জঙ্গল, আগুন নেভানোর কাজে ভারতীয় বায়ুসেনা...
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ৩৬ ঘন্টারও বেশি সময় ধরে জ্বলছে নৈনিতালের জঙ্গল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন নৈনিতালে দাবানল লেগেছে এবং এই মুহূর্তে সেটিকে নিয়ন্ত্রণে আনা গুরুত্বপূর্ণ। হাইকোর্ট কলোনির লাগোয়া নৈনিতালের এক জঙ্গলে দাবানল লাগার পর আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনাকে। এমআই ১৭–ভি ফাইভ হেলিকপ্টারের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দাবানলের ফলে নৈনিতালের লেকে বন্ধ রাখা হয়েছে বোটিং। পাশেই ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটি। শেষ ২৪ ঘন্টায় ৩১টি নতুন দাবানলের খবর এসেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩.৩৪ হেক্টর জঙ্গল। ২০২৩ সালের ১ নভেম্বর থেকে এখনও পর্যন্ত ৫৭৫টি দাবানলের ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮৯.৮৯ হেক্টর জঙ্গল।
  • Link to this news (আজকাল)