পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডার তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি! ১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ
এই সময় | ২৮ এপ্রিল ২০২৪
৪১ ডিগ্রি সেলসিয়াস পেরল শহর কলকাতার তাপমাত্রা। শনিবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালে একটানা সর্বোচ্চ তিন দিন ৪০ এর উপরে তাপমাত্রা ছিল কলকাতার। এর আগে ২০১৪ সালে একটানা পাঁচ দিল ছিল এই তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে কিছু কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ২৭ শতাংশ। রবিবার দিনভর অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতার। তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় রয়েছে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এই জেলাগুলি হল-পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এপ্রিল মাস জুড়েই চলবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। শনিবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যে সর্বোচ্চ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে। রবিবার দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিপাত হলেও অস্বস্তি বাড়বে। দু'এক পশলা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। উত্তরবঙ্গের ছয় জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। এর মধ্যে রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই তিন জেলাতে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা।
রবিবার, মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গল ও বুধবার এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় ও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও যে এখনই স্বস্তি ফিরবে, এমনটা নয়।