Kangana Ranaut : 'বলিউড থেকে এসেছি বলে আমি অশুদ্ধ?' বিক্রমাদিত্যের কটাক্ষে ফুঁসে উঠলেন কঙ্গনা
এই সময় | ২৮ এপ্রিল ২০২৪
হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। BJP প্রার্থীর বক্তব্য, তাঁকে অশ্লীল টিপ্পনি করছেন যারা, কিংবা মহিলাদের অসম্মান করছেন, সেইসব রাজপুত্রদের উচিত শিক্ষা দেবে মাণ্ডি। তিনি যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসল প্রার্থী বিক্রমাদিত্য সিংয়ের কথা বলছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।মাণ্ডিতে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কঙ্গনা রানাউত তীব্র আক্রমণ করেন বিক্রমাদিত্য সিংকে। তাঁকে 'রামপুরের রাজপুত্র' বলে নিশানা করেন কঙ্গনা। বলিউডের সঙ্গে সর্বদা তাঁর যোগসূত্র নিয়ে কটাক্ষ করা নিয়েও তীব্র আপত্তি করেন BJP প্রার্থী।
বিক্রমাদিত্য সিং কী বলেছিলেন?কঙ্গনাকে নিশানা করে বিক্রমাদিত্য সিং বলেন, 'আমি ভগবান রামের কাছে প্রার্থনা করছি, উনি যেন BJP প্রার্থীকে একটু সুবুদ্ধি দেন। আশা করব তিনি যেন দেবভূমি হিমাচল থেকে শুদ্ধ হয়ে তবেই আবার বলিউডে ফেরত যান।' হিমাচলের মানুষ সম্পর্কে কঙ্গনা কিছু জানেন না তাই তিনি ভোটে জিততে পারবেন না বলেও মন্তব্য করেন কংগ্রেস প্রার্থী।
চটে লাল কঙ্গনানিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারের সময় কঙ্গনা রানাউত বলেন, 'উনি বলছেন আমি অশুদ্ধ। আমি বলিউড থেকে এখানে এসেছি বলে আমায় না কি আগে শুদ্ধ হতে হবে।' বিক্রমাদিত্য সিংয়ের এই টিপ্পনিতে অত্যন্ত অসম্মানিত বোধ করেছেন বলে জানান BJP প্রার্থী। সিনেমায় কাজ করেই তিনি নিজের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, ভাইবোনকে লেখাপড়া শিখিয়েছেন, অ্যাসিড আক্রান্ত বোনের চিকিৎসা করিয়েছেন এবং রাজ্যকে গর্বিত করেছেন। এমনটাই জানান কঙ্গনা। অভিনেত্রী বলেন, 'যে সব রাজপুত্র এই ধরণের টিপ্পনি করছেন, রাজ্যের মানুষ তাঁদের উচিত শিক্ষা দেবেন। বিক্রমাদিত্য সিং পয়সার দমে রাজনীতিতে রয়েছেন, ভোটে লড়ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম হয়েছিল একটি গরিব পরিবারে। নিজের মাকে কষ্ট করে সংসার চালাতে দেখেছেন তিনি। সে কারণেই প্রধানমন্ত্রী লোকসভার পাশাপাশি বিধানসভাতেও মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করেছেন।'
মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে টিকিট দিয়ে চমক দিয়েছে BJP। অবশ্য অভিনেত্রীর শাসকদলের প্রতি সমর্থন কারও অজানা ছিল না। বরাবরই তিনি প্রকাশ্যে মোদী ভজনা করেছেন। তাঁর এই প্রধানমন্ত্রী বন্দনার কারণেই তিনি টিকিট পেয়েছেন বলে মনে করছেন বিরোধীরা। এদিকে, তাঁর বিরুদ্ধে মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী বর্তমান সাংসদ প্রতিভা সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং।