• Rahul Gandhi : 'রাহুল গান্ধী বিয়ে করেননি বলে...', কংগ্রেসের মুসলিমপ্রীতি ইস্যুতে তীব্র কটাক্ষ অনুরাগ ঠাকুরের
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৪
  • ইস্তেহার প্রকাশ করার পর থেকেই ওয়েলথ রিডিস্ট্রিবিউশন অর্থাৎ সম্পদের পুনরায় বিতরণ নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন শাসকদলের নেতারা। এবার আসরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ করলেন তিনি। ওয়েনাড়ের প্রার্থীর অবিবাহিত জীবন নিয়েও প্রশ্ন তুললেন তিনি।রাহুলকে তোপ অনুরাগেরহিমাচল প্রদেশের হামিরপুরে একটি নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে অনুরাগ সিং ঠাকুর বলেন, 'কংগ্রেস নেতা নিজের বিয়ে করলেন না আর এবার আপনাদের সন্তানের সম্পত্তি কেড়ে নিতে চাইছেন।' তিনি আরও বলেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় একটি আইন ছিল, সম্পত্তির ৫৫ শতাংশ সরকারের হাতে তুলে দিতে হত। কিন্তু, তিনি ক্ষমতায় বসে সেই আইন বাতিল করে নিজের সম্পত্তি বাঁচিয়ে নিয়েছিলেন। কিন্তু, রাহুল গান্ধী যেহেতু বিয়ে করেননি তাই বলছেন, আপনার সন্তানের সম্পত্তি মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবেন।'

    BJP সাংসদের দাবি, 'কংগ্রেসের ইস্তেহারে কংগ্রেসের হাতের পাশাপাশি বিদেশি শক্তির হাতও দেখা যাচ্ছে। যারা আপনার সন্তানের সম্পত্তি মুসলিমদের মধ্যে বিলিয়ে দিতে চাইছে। দেশের পরমাণু শক্তি নষ্ট করে দিতে চাইছে। জাত এবং ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে চাইছে। টুকরে টুকরে গ্যাং কংগ্রেসকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তাদের আদর্শ হাইজ্যাক করে নিয়েছে ওরা।'

    জনগণের উদ্দেশে অনুরাগ সিং ঠাকুরের বার্তা, 'এবার আপনারা ঠিক করুন, কংগ্রেস এবং এই টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে থাকতে চান না নরেন্দ্র মোদীর সঙ্গে? যিনি এক ভারত, শ্রেষ্ঠ ভারতের আদর্শ নিয়ে চলেন। আপনারা ঠিক করুন সন্তানের সম্পত্তি তাদের জন্য গচ্ছিত রেখে দিতে চান না মুসলিমদের মধ্যে বিতরণ করতে চান। আমরা মুসলিমদের সমান অধিকার দিয়েছি। ধর্মের ভিত্তিতে BJP সরকার কাউকে বিভক্ত করেনি। ওদের অধিকার ওদের দেওয়া হয়েছে।'

    কংগ্রেসের ইস্তেহার নিয়ে আক্রমণ শানানো প্রথম শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের একটি নির্বাচনী জনসভা থেকে তিনি জানিয়েছিলেন, কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে ওয়েলথ রিডিস্ট্রিবিউশনের কথা। তারা দেশের মানুষের সম্পদ কেড়ে নিয়ে যাদের অনেক অনেক সন্তান তাদের মধ্যে বিলি করে দেবে। বহিরাগতদের মধ্যে বিলিয়ে দেবে আপনার কষ্ট করে অর্জিত রোজগার। বাড়ির মহিলাদের গয়না, এমনকী মঙ্গলসূত্র পর্যন্ত ছিনিয়ে নেবে ওদের ভোট দিলে। পাশাপাশি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি পুরনো বক্তব্য তুলে দরে মোদী বলেন, 'কংগ্রেসের প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের সম্পদে সর্বপ্রথম অধিকার মুসলিমদের।'
  • Link to this news (এই সময়)