• বাংলাদেশ সহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল কেন্দ্র
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল কেন্দ্র। বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, ভুটান, বাহারিন, মরিশাস ও শ্রীলঙ্কা, এই ছটি দেশে ৯৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। এছাড়া পশ্চিম এশিয়া ও কিছু ইউরোপীয় দেশে দু হাজার মেট্রিক টন সাদা পেঁয়াজ রপ্তানিরও অনুমতি দেওয়া হয়েছে। পেঁয়াজের ফলন আশানুরূপ না হওয়ায় দেশীয় বাজারে জোগান সুনিশ্চিত রাখতে গত ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উপভোক্তা বিষয়ক দপ্তর জানিয়েছে, ২০২৪ রবি মরসুমে পেঁয়াজ সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে পাঁচ লক্ষ টন।
  • Link to this news (আজকাল)