খাস কলকাতায় আক্রান্ত বিজেপি নেত্রী, ফাটল মাথা, রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি
প্রতিদিন | ২৮ এপ্রিল ২০২৪
সংবাদ প্রতিদিন ব্যুরো: ভোটের আগে খাস কলকাতায় হিংসা। আক্রান্ত হলেন এক বিজেপি নেত্রী। বেধড়ক মারে মাথা ফাটল তাঁর। অভিযোগের তির তৃণমূলের দিকে। আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
আক্রান্ত বিজেপি নেত্রীর নাম সরস্বতী সরকার। তিনি বিজেপির (BJP) দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কসবার (Kasba) মণ্ডল প্রেসিডেন্ট। শনিবার রাতে দলের কিছু কর্মী আনন্দপুর থানার অন্তর্গত কিছু এলাকায় প্রার্থী দেবশ্রী চৌধুরীর সর্মথনে ব্যানার, পোস্টার লাগাচ্ছিলেন। সরস্বতীদেবীর অভিযোগ, হঠাৎ কিছু তৃণমূল (TMC) কর্মী হামলা চালায় দলীয় কর্মীদের উপর। তিনি দলীয় কর্মীদের বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে মাথা ফেটে যায় তাঁর। রাতেই তিনি আনন্দপুর থানায় অভিযোগ করেন। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করেনি। ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শুধু কলকাতা নয়, রাজনৈতিক হিংসার ঘটনা ঘটলে জেলাতেও। শনিবার রাতে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ইস্পাতনগরী দুর্গাপুরের (Durgapur) নিউটন এলাকাও। দুপক্ষের মধ্যে ইট বৃষ্টিতে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল, বিজেপি কর্মীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
একই রাতে নদিয়ার (Nadia) তাহেরপুরে সিপিমের (CPIM) পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক দলীয় কর্মীর বাড়িতে অস্থায়ী পার্টি অফিস তৈরি করে সিপিএম। অভিযোগ, শনিবার রাতে সেই অস্থায়ী পার্টি অফিসেই হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। প্রসঙ্গত, রাজ্যের একমাত্র পুরসভা তাহেরপুর যেখানে পুরবোর্ড সিপিএমের।