সাবধান! গরমের পরিত্রাতা আখের রসে মিলছে ?বিষ?, অভিযান চালিয়ে বিস্ফোরক তথ্য পুরসভার হাতে
প্রতিদিন | ২৮ এপ্রিল ২০২৪
স্টাফ রিপোর্টার: আখের শরবতে, ফলের রসে, লস্যতি দেওয়া হচ্ছে মাছের বরফ! অভিযান চালিয়ে হাতেনাতে ধরল কলকাতা পুরসভার খাদ্য নিরাপত্তা বিভাগ। চার নম্বর বরোর উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে অভিযান চালিয়েছিল কলকাতা পুরসভার ?ফুড সেফটি টিম?।
সেখানেই দেখা যায়, রাস্তার ধারের একাধিক শরবতের দোকানে যে বরফ দেওয়া হচ্ছে তা খাওয়ার যোগ্য নয়। কিছু মাছের বরফ, একাধিক বরফে থিক থিক করছে ধুলো। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ফুড সেফটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডা. তরুণ সাঁফুই জানিয়েছেন, যে ধরনের বরফ এক অংশের ব্যবসায়ী ব্যবহার করছেন তা বাণিজ্যিক বরফ বা ইন্ডাস্ট্রিয়াল আইস।
পুর স্বাস্থ্যদফতরের আধিকারিকরা জানান, ইন্ডাস্ট্রিয়াল আইস যে ধরনের জলে তৈরি তা খাওয়ার অযোগ্য। টাইফয়েড, জন্ডিসের মতো অসুখ হতে পারে ওই বিষাক্ত বরফ থেকে। অণুবীক্ষণ যন্ত্রের তলায় ওই বরফ ফেললেই ধরা পড়বে কোটি কোটি ব্যাকটিরিয়া। কলকাতা পুরসভার স্বাস্থ্যদফতরের আধিকারিকরা জানিয়েছেন, গোটা গ্রীষ্ম জুড়ে কলকাতা এলাকায় অভিযান চালাবে পুরসভা। পরখ করে দেখা হবে বরফ। যে সমস্ত দোকানে ইন্ডাস্ট্রিয়াল আইসের দেখা মিলবে, সঙ্গে সঙ্গে তা বাজেয়াপ্ত করা হবে। বাণিজ্যিক বরফ নিয়ে সচেতনতা প্রচারে কলকাতার অলিতে গলিতে লিফলেট বিলি করছে পুরসভা।