PM Modi On Congress Manifesto : 'কংগ্রেসকে ভোট দিলে সেভিংস অ্যাকাউন্ট-স্ত্রীধনে থাবা বসাবে!' আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন মোদী
এই সময় | ২৮ এপ্রিল ২০২৪
কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একাধিক সমালোচনা সত্ত্বেও মুসলিম ইস্যুতে অনড় তিনি। ফের একবার হাত শিবিরের বিরুদ্ধে মুসলিমপ্রীতির অভিযোগ তুললেন নমো। কংগ্রেসের ইস্তেহার টেনে আবারও তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী।রবিবার নরেন্দ্র মোদী বলেন, 'কংগ্রেস তাদের ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে, তারা ক্ষমতায় এলে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ক্যান করবে। এমনকী স্ত্রীধনেও নজর রয়েছে ওদের। বাড়ি বাড়ি হানা দেবে কংগ্রেস।' BJP প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ খট্টরের হয়ে এদিন কর্নাটকের বেলাগাভিতে প্রচার করেন তিনি।
নরেন্দ্র মোদীর কথায়, 'গত কয়েকদিন ধরে কংগ্রেস তাদের ইস্তেহার নিয়ে প্রচারে নেমেছে। ভাইবোন, দু'জনেই ইস্তেহার নিয়ে সাফাই দিচ্ছে। এই দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে প্রত্যেকের বাড়িতে তল্লাশি চালাবে ওরা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে উঁকি মারবে, আপনার সঞ্চয় সম্পর্কে জানতে চাইবে। এমনকী মহিলাদের স্ত্রীধনও ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে ওদের।'
বক্তব্যের মাঝে নরেন্দ্র মোদীর অভিযোগ, কংগ্রেস পরিবারতান্ত্রিক দল। দেশের মানুষের থেকে নিজের পরিবার নিয়ে বেশি চিন্তিত। তিনি বলেন, 'ভারতের উন্নতিতে সকলে গর্বিত। তবে জাতীয় স্বার্থের থেকে অনেক দূরে কংগ্রেস। নিজেদের পরিবার নিয়ে এত মেতে, দেশের উন্নতি নিয়ে বিন্দুমাত্র ভাবনাচিন্তা নেই ওদের। দেশের সাফল্যে ওরা লজ্জিত।'
কংগ্রেসকে নাগাড়ে কটাক্ষ করতে করতে মোদী বলেন, 'কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে EVM, এমন কিছু নেই যা নিয়ে প্রশ্ন তোলা বাকি রেখেছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের রায়ে উচিত শিক্ষা হয়েছে ওদের। কংগ্রেস ঠিক কাদের অঙ্গুলিহেলনে চলছে? EVM-এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা গণতন্ত্রণে অপমান করার সমান। দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের। আমাদের দেশকে মাদার অফ ডেমোক্রেসি বলা হচ্ছে বিশ্বে। এটা আমাদের কাছে অত্যদিক গর্বের। দেশের ২৫ কোটি মানুষের দরিদ্র তকমা ঘুচেছে। দেশের মানুষ আত্মনির্ভর হয়েছ। দেশ যখন সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছে, সকলে যখন খুশি, কংগ্রেস তখন পরিবার নিয়ে ব্যস্ত।'
কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে মোদী আরও বলেন, 'কংগ্রেস পক্ষপাতমূলক রাজনীতি করে। দেশের মহিলাদের জীবনের কোনও মূল্য নেই ওদের কাছে। ওরা শুধু নিজেদের ভোটব্যাঙ্ক নিয়ে ভাবে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ নিয়েও ওরা সিরিয়াস ছিল না। শুধু তাই নয়, কংগ্রেস নিজেদের স্বার্থে PFI-এর সমর্থন নিতেও পিছপা হয়নি। এটি একটি দেশবিরোধী সন্ত্রাসবাদী সংগঠন। মোদী সরকার এই সংগঠনতে নিষিদ্ধ ঘোষণা করেছে। কেবলমাত্র ওয়েনাড় আসন জয়ের লক্ষ্যে ওরা এই সংগঠনের সমর্থন নিয়েছে। আসলে যারা মোঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রশংসক তাদের সমর্থন করে কংগ্রেস।'