• ফের শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়ায়
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে শনিবার রাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করেনি দেশটির আবহাওয়া সংস্থা।ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, শনিবার রাত ১১টা ২৯ মিনিটে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গারুত রিজেন্সি থেকে ১৫১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে।ইন্দো–এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ভূকম্পন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও এর নিকটবর্তী প্রদেশ ব্যানটেনের পাশাপাশি সেন্ট্রাল জাভা, যোগিয়াকার্তা ও পূর্ব জাভা প্রদেশেও অনুভূত হয়েছে। এছাড়া ভূমিকম্প অনুভূত হয়েছে পশ্চিম জাভা প্রদেশের রাজধানী বান্দুং, কাবুমি ও তাসিকমালায়া শহরে। তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।চিনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা কোনও সুনামি সতর্কতা জারি করেনি। তারা জানিয়েছে, ভূমিকম্পের কারণে বড় ধরনের সামুদ্রিক তরঙ্গ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
  • Link to this news (আজকাল)