• টি-২০ ক্রিকেটে নজির বাবর আজমের
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নয়া নজির গড়লেন বাবর আজম। টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়কদের তালিকায় একনম্বরে উঠে এলেন পাক নেতা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ওইন মর্গ্যানকে ছুঁয়ে ফেললেন বাবর। শনিবার পঞ্চম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন রেকর্ড করলেন পাকিস্তানের অধিনায়ক। ৭২ টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে ৪৪টি ম্যাচ জিতেছিলেন মর্গ্যান। কিউয়িদের হারিয়ে ৪৪তম ম্যাচ জিতলেন বাবরও। তবে পাকিস্তানকে ৭৬টি ম্যাচে নেতৃত্ব দেন তিনি। একই নজির রয়েছে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার। দেশকে ৫৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৪টিতে জিতেছেন। কিন্তু উগান্ডা টেস্ট খেলা দেশগুলোর মধ্যে পড়ে না বলে তাঁদের এই তালিকায় ধরা হয়নি। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপে প্রথমবার খেলবে উগান্ডা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। দেশের হয়ে ৪২টি টি-২০ জিতেছেন তাঁরা। রোহিতের কাছে সবাইকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আসন্ন টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারলেই অনন্য নজির স্পর্শ করবেন ভারত অধিনায়ক। তবে সেই সুযোগ রয়েছে বাবরের কাছেও। টি-২০ বিশ্বকাপে একটি ম্যাচ জিতলেই মর্গ্যানকে ছাপিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড করবেন পাক নেতা। প্রসঙ্গত, গত টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর নেতৃত্ব ছাড়েন বাবর। কিন্তু সদ্য তাঁকে আবার ফিরিয়ে আনা হয়েছে। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে বাবরকে। 
  • Link to this news (আজকাল)