• রামবানে ভূমিধস, গৃহহীন ১০০ পরিবার
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের রামবানে ভূমিধসে বিপত্তি। ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রায় ৬০টি। রাস্তায় রাস্তায় ফাটল। এই পরিস্থিতিতে গৃহহীন ১০০ পরিবার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেয়। রামবানের পেরনোট গ্রামে। ধসের কারণে রামবানের মধ্যে অন্যান্য জেলার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাড়িতে ফাটল দেখা দিতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। জেলাশাসক জানিয়েছেন, শনিবার রামবানের ৫০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিধসের মাঝেই ভারী বৃষ্টিতে জেরবার রামবান। এর মাঝেই উদ্ধারকাজ শুরু করেছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাসিন্দাদের সরানোর পাশাপাশি রাস্তাঘাট এবং বিদ্যুতের খুঁটির মতো পরিষেবাগুলি ঠিক করার কাজ চলছে।
  • Link to this news (আজকাল)