• বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, আটক ১৩
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের মাঝেই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা। খুনের কারণ হিসেবে আঙুল উঠছে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই। ইতিমধ্যেই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। আটক করা হয়েছে ১৩ জনকে। জানা গিয়েছে, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির অর্জুনপুরের পশ্চিমপাড়া এলাকা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রাতের দিকে ফের ঝামেলার সৃষ্টি হয় দুই গোষ্ঠীর মধ্যে। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় মারধর। আহত হন বেশ কিছু কর্মী। তার মধ্যেই সঞ্জীব দাস নামে এক কর্মীকে রাস্তায় ফেলে রড, লাঠি, ইট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে দাবি পরিবারের। এরপরেই সঞ্জীবকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেও থমথমে রয়েছে এলাকা। সকালেও এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
  • Link to this news (আজকাল)