রণজয় সিংহ: 'এরা হচ্ছে চাকরিখেকো বাঘ'। মালদহে ভোট-প্রচারে গিয়ে ফের বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বললেন, চাকরিপ্রার্থীদের কারও বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে, তদন্ত হবে। নিশ্চয়ই সংশোধন হবে। কিন্তু তা বলে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না'।
তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। সঙ্গে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরেও। এদিন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করলেন স্বয়ং দলনেত্রী মমতা। নির্বাচনী জনসভা করলেন সুজাপুরে।এদিকে সুজাপুর বিধানসভা কেন্দ্রটি এখন তৃণমূলের দখলে। একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ইশা খান চৌধুরী-কে ১ লক্ষেরও বেশি হারিয়ে দিয়েছিলেন রাজ্য়ের শাসকদলের প্রার্থী আব্দুল গনি। কিন্তু ভোটের পর তিনি আর এলাকায় আসেননি।এদিন মমতা বলেন, 'ভোট-ভিক্ষা করতে এসেছি। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কারণে। ভুল-ত্রুটি যদি কেউ করে এবং দলের অভিমান হয়, মানুষের কাছে ভুল স্বীকার করা উচিত। আমি ভুল স্বীকার করছি, এই কারণে, বিধানসভা নির্বাচনে আপনার গণি সাহেবকে জিতিয়েছিলেন। আমরা তাঁকে ওয়াকফ বোর্ডে চেয়ারম্যানও করেছি। কিন্তু তিনি এলাকায় আসতে সময় পান না। তাই এবার সিদ্ধান্ত নিলাম, ওনার কেন্দ্রটা আমি নিজে দেখব'।তৃণমূলনেত্রীর আরও বক্তব্য, 'আমি বিজেপির মতো বাজে কথা বলি না। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারা গোঁসাই! মানুষখেকো বাঘ দেখেছেন তো, শুনেছেন। এরা হচ্ছে চাকরিখেকো বাঘ। যখন দেখছে আর কিছু করার নেই, তখন সব চাকরি খেয়ে নাও..আবার প্রধানমন্ত্রী নাটক করে বলে গেলেন, এতো তৃণমূল কংগ্রসের জন্য হয়েছে। আপনি আগে থেকে জানতেন, আপনার দল আগেই অর্ডার করে চাকরি খেয়ে নেবে'!