World Largest Airport: বিশ্বের সর্ববৃহৎ বিমাবন্দর তৈরির পথে দুবাই! ৫ সমান্তরাল রানওয়ে সহ ৪০০ গেট, আর কী কী বৈশিষ্ট্য?
এই সময় | ২৮ এপ্রিল ২০২৪
বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর তৈরি করছে সংযুক্ত আরব আমিরশাহি। এটি হবে মূলত দুবাই ওয়ার্ল্ড সেন্টার (ডিডব্লিউসি) নামে পরিচিত আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ রূপ। এই বিমানবন্দরের অবস্থান দুবাই শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ মাইল দক্ষিণ-পশ্চিমে বিশাল এলাকাজুড়ে। এই বিমানবন্দর হবে পরিবেশবান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ। ভবিষ্যতে বিশ্বের সর্ববৃহৎ ও ব্যস্ততম বিমাবন্দরের রূপ নেবে।দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম রবিবার বলেছেন, 'দুবাইয়ে হবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর।' প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের নতুন বিমানবন্দর প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। নতুন বিমানবন্দরটিকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর বলা হবে এবং পাঁচটি সমান্তরাল রানওয়ে থাকবে। ২৬০ মিলিয়ন যাত্রী চলাচল করতে পারবেন, ৪০০টি এয়ারক্র্যাফ্ট গেট থাকবে। গেট রাখার ক্ষমতা থাকবে।
২০১০ সালের জুনে চালু হয় আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর। ২০১৩ সালের অক্টোবর মাসে উইজ এয়ার এ৩২০ নামে একটি বিমান অবতরণ করে এখানে। এটি ছিল যাত্রীবাহী বিমান। যাতে বিমানবন্দরটি ভবিষ্যতে অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র হতে পারে, সেই অনুযায়ী নকশা করা হয়েছে। আশা করা হচ্ছে নির্মাণকাজ শেষ হলে এই বন্দর দিয়ে চলাচল করতে পারে ১৬ কোটির বেশি যাত্রী। এই সংখ্য়া বর্তমান বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনালের তুলনায় ৬ কোটি ৩০ লাখ ও দুবাই ইন্টান্যাশনালের চেয়ে ১০ কোটি বেশি। যদিও যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর। একই সময়ে আল মাকতুমে ১ কোটি ২০ লাখ টন মালপত্র বহন করার সুবিধা থাকবে।
বিমানবন্দরটির দেখভালের দায়িত্বে রয়েছে দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস। তিনি জানিয়েছেন, গ্রাহকদের প্রয়োজনীয়তা মেটাতে সম্প্রসারণ করা হচ্ছে আল মাকতুম। এক্ষেত্রে বিনিয়োগ অগ্রাধিকার পাচ্ছে। পর্যায়ক্রমে সবচেয়ে বেশি
সক্ষমতা প্রয়োগ করা হবে বিমানবন্দরটির উন্নয়নে। গত বছর এয়ারপোর্টটির যাত্রী ধারণক্ষমতা ছিল ৮ কোটি ৬৮ লাখ। এ বছর তা উন্নীত করার চেষ্টা করা হচ্ছে ৮ কোটি ৮২ লাখে।আগামী বছর তা ৯ কোটি ৩৮ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দুবাইয়ের ঠিক দক্ষিণে মরুভূমির ১৪৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্রসারিত 'দুবাই সাউথ' নামে একটি সম্পূর্ণ এই বিমানবন্দরটি। ২০২৭ সালে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গ রূপ পাবে।