• Heatwave Warning : দেশে চরম তাপপ্রবাহের পূর্বাভাস! বাংলায় জারি রেড অ্যালার্ট, অসহনীয় গরম আর কতদিন?
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৪
  • প্রত্যেকদিনই দিনের তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৪১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কোনও কোনও অংশে ৪৩-৪৪ ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে পারদ। সঙ্গে বইছে মারাত্মক লু। পূর্ব এবং দক্ষিণ ভারতের মানুষের নাজেহাল দশা। আরও ভয়াবহ অবস্থায় পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।আগামী বুধবার পর্যন্ত অতি ভয়ংকর তাপপ্রবাহের সতর্কতা জারি করল IMD। ৪১ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চড়বে ওডিশা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রে।

    এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওডিশার জন্য রেড অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। কমলা সতর্কতা জারি থাকবে বিহার, ঝাড়খণ্ড এবং হলুদ সতর্কতা থাকবে পূর্ব উত্তর প্রদেশে।

    পশ্চিমবঙ্গ এবং ওডিশায় মারাত্মক গরম কার্যত মানসিক টর্চারের পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে মত অধিকাংশের। এই পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিয়ে গিয়ে IMD বিজ্ঞানী সোমা সেন রায় বলেন, 'পূর্ব ভারত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওডিশাতে হিটওয়েভ মারাত্মক আকার ধারণ করেছে। ৪৫ থেকে ৪৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে তাপমাত্রা। মারাত্মক হারে তাপপ্রবাহ চলবে সংশ্লিষ্ট এলাকাগুলিতে। পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন, বিহার, ঝাড়খণ্ড এবং দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, রাইসীমা, কঙ্গনে হিটওয়েভ পরিস্থিতি জারি থাকবে আগামী চার থেকে পাঁচদিন।'

    গত সপ্তাহ থেকেই তামিলনাড়ুর এরোদ এলাকার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। স্থানীয় আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষকে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত অপ্রয়োজনে রাস্তায় বের হতে নিষেধ করেছে। এমনকী, মনোরম আবহাওয়ার পাহাড়ে ঘেরা উটি শহরেও বইছে লু। সেখানকার তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.২ ডিগ্রি বেশি।

    শনিবার ওডিশার তাপমাত্রা ছিল অ্যালার্মিং। শিল্পতালুক অঙ্গলে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ভুবনেশ্বরে তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরশুমে সেখানকার সর্বোচ্চ রেকর্ড।

    মুম্বই শহরেও ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। IMD-র পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে বাণিজ্য নগরীতে। উত্তর উপকূলীয় এলাকায় মাত্রাতিরিক্ত গরমের শিকার স্থানীয়রা।

    হিটওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে কেরালার কোল্লাম, থ্রিশুর এবং পাল্লাকরে। গত কয়েকদিন ধরেই কেরালার এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড গড়ছে। পাল্লাকরে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪১ ডিগ্রি সেলসিয়াসে। কোল্লাম এবং থ্রিশুরে ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

    IMD-র পক্ষ থেকে হিটওয়েভের কবলে পড়া রাজ্যগুলির জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সানবার্ন, হিটস্ট্রোকের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। ফলে সাধারণ মানুষকে আরও সতর্ক হতে বলছেন আবহাওয়াবিদরা।
  • Link to this news (এই সময়)