লোকসভা ভোটের মাঝেই দক্ষিণের রাজনীতিতে হইচই। এবার বিতর্ক দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচিডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্বল নাগাল পেতে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল তথা SIT। তাঁকে তন্ন তন্ন করে খুঁজলেও এখনও পর্যন্ত SIT-এর সদস্যরা প্রজ্বল নাগাল পাননি।চলতি লোকসভা নির্বাচনে কর্নাটকের হাসান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন প্রজ্বল। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছে সেখানে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, সম্ভবত জার্মানি পালিয়ে গিয়েছেন তিনি। যৌন কেলেঙ্কারি সম্পর্কিত প্রজ্বল হাজারের বেশি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। আর বিষয়টি প্রকাশ্যে আসার পরই হইচই। এদিকে কর্নাটকে JDS সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে লড়ছে বিজেপি। স্বভাবতই JDS প্রার্থীর যৌন কেলেঙ্কারি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অস্বস্তি বেড়েছে বিজেপির অন্দরেও। তবে এনিয়ে এখনও দলের তরফে কেউ মুখ খোলেননি।
প্রজ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির বিষয়টি সামনে আসার পরই তাঁর বিরুদ্ধে SIT গঠনের নির্দেশ দেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। প্রজ্জ্বলের যৌন কেলেঙ্কারি সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসে। আর তারপরই নড়েচড়ে বসে সরকার। ভিডিয়োগুলি সামনে আসার পর মহিলা কমিশনের চেয়ারপার্সন এই মামলায় SIT গঠনের দাবিতে সরকারকে চিঠি লেখেন। আর তারপরেই ২৭ এপ্রিল সিদ্দারামাইয়া SIT গঠনের নির্দেশ দেন।
প্রজ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় SIT গঠনের তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়েছে, সরকার প্রজ্বল রেভন্নার অশ্লীল ভিডিয়ো মামলায় একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। হাসন জেলায় অশ্লীল ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়। ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে একাধিক মহিলা যৌন হয়রানির শিকার হয়েছেন। আর সেসবের 'কাণ্ডারী' প্রজ্বল। যে ভিডিয়ো রেকর্ডিংগুলি সামনে রয়েছে তাতে দেখা যাচ্ছে যৌন হয়রানি শিকার হতে বাদ পড়েননি গৃহপরিচারিকা থেকে হাই প্রোফাইল মহিলারাও। জোরপূর্ক যৌন নিপীড়নের ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছে তাঁদের। ভিডিয়োগুলিতে প্রজ্বলকে মহিলাদের যৌন নির্যাতন করতে দেখা যায় এবং নিজেই সেগুলিকে রেকর্ড করেন তিনি। অভিযোগ, হাজার হাজার নারী প্রজ্বলের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। যৌন নিপীড়নের ভিডিয়ো রেকর্ডও করেছেন। ভোটের আগে প্রকাশ্যে আসে ভিডিয়োগুলি। বিতর্ক মাথাচাড়া দেয়। তবে সব অভিযোগ অস্বীকার করেন প্রজ্বল। তাঁর পাল্টা অভিযোগ, 'এসবই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।'
SIT-র নেতৃত্বে রয়েছেন একজন ADGP পদমর্যাদার কর্মকর্তা। যার মধ্যে একজন মহিলা SP সহ ৩ জন SP পদমর্যাদার আধিকারিক রয়েছেন।
প্রজ্বল রেভান্না কে?
প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও কর্নাটক সরকারের প্রাক্তন মন্ত্রী এইচ ডি রেভান্নার ছেলে। হাসান আসনের সাংসদ তিনি। এবারও দল তাঁকে হাসান লোকসভা আসন থেকে প্রার্থী করেছিল। প্রজ্বলের বাবা এইচডি রেভান্না হাসানের হলনারসিপুর আসনের বর্তমান বিধায়ক। গত ২৬ এপ্রিল হাসান আসনে ভোট হয়।
তবে এখনও পর্যন্ত প্রজ্বলের নাগাল পাওয়া যায়নি। সূত্রের খবরস শনিবার সকাকেল বেঙ্গালুরু থেকে ফ্রাঙ্কফুটের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সেখান থেকে সরাসরি বিমানে সম্ভবত জার্মানিতে পালিয়েছেন তিনি। জার্মানিতে হয়ে ইউরোপের অন্য কোনও শহরে লুকিয়ে থাকতে পারেন প্রজ্বল।