• ‘শাঁখা-পলা কী জানেন?’ মোদীর ‘মঙ্গলসূত্র’ মন্তব্যের সমালোচনা মমতার
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৪
  • ‘কংগ্রেস সরকারে এলে হিন্দু ঘরের মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলিমদের বিতরণ করে দেবে’ নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এরকম একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে দেশ জুড়ে বিতর্ক। এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার একটি জনসভা থেকে মোদীর এই বক্তব্যের বিরুদ্ধে আক্রমণ করেন মমতা।মালদায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শাঁখা-পলা কী জানেন? এসব বাদ দেওয়া নিয়ে কথা বলছেন? কোনওদিন জানেন এসবের মাহাত্ম্য?’ মোদীর মন্তব্যের কড়া নিন্দা করেন তিনি। মমতা বলেন। ‘উনি যা বলেছেন, আমি তা উচ্চারণ করতে চাই না। আমি ওসবে বিশ্বাসও করি না। কিন্তু আমি যতদিন থাকব, ততদিন ঐক্য-শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে যাব। আমার কাছে সতী-সাবিত্রী-সীতা আর জাহানারা-রোশেনারার মধ্যে কোনও পার্থক্য নেই।’

    সম্প্রতি একটি জনসভা থেকে ‘মঙ্গলসূত্র’ নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় নরেন্দ্র মোদীকে। কংগ্রেসের ইস্তেহারের প্রসঙ্গ টেনে এনে কিছু বিতর্কিত মন্তব্য করেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘কংগ্রেস সরকারে থাকাকালীন জানিয়েছিল, দেশের সম্পদে মুসলিমদের অগ্রাধিকার রয়েছে। অর্থাৎ, যাঁদের পরিবারে বেশি সন্তান আছে, তাঁদের মধ্যে সম্পদ বন্টন করা হবে। কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে, ঘরের মহিলাদের সোনার গয়নার হিসেবে করা হবে। সেই সম্পদ বিতরণ করা হবে, মহিলাদের মঙ্গলসূত্র বাদ যাবে না, সেটা মুসলিমদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে.’

    'এখান থেকে ফ্যাশনে ট্রেনিং নিয়ে নিউ ইয়র্কে কাজ করছে' মন্তব্য মমতার

    প্ৰধানমন্ত্ৰী মোদীর এই বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে জাতীয় কংগ্রেস। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন, সর্বোপরি হিন্দু ঘরের মহিলাদের মঙ্গলসূত্র নিয়ে তিনি অযাচিত মন্তব্য করেছেন বলে কংগ্রেসের তরফে এই মন্তব্যের কড়া বিরোধিতা করা হয়। এবার মোদীর এই মন্তব্যে কংগ্রেসের সুরে সুর মেলালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    রবিবার মালদা দক্ষিণ কেন্দ্রের দক্ষিণের সুজাপুরের দলীয় প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে প্রচারে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই স্বভাবসিদ্ধ ভাবে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন তৃণমূল নেত্রী। যদিও, এদিনের সভা থেকে সিপিএমের সঙ্গে কংগ্রেসের হাত মেলানো নিয়েও সমালোচনা করেন তিনি। মমতা প্রশ্ন তোলেন, ‘লোকসভায় দুটো আসন কংগ্রেসকে দিতে চেয়েছিলাম। কিন্তু, ওঁরা সেটা নিল না, ওঁরা সিপিএমের হাত ধরল। আপনারা চান, বাংলায় আমি সিপিএমের কাছে আত্মসমর্পণ করি?’
  • Link to this news (এই সময়)