• ‘শীঘ্রই মারা যাবে...’, 'অযোগ্য' চাকরিপ্রার্থীদের নিয়ে মন্তব্য অভিজিতের, সরব তৃণমূল
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৪
  • তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি বক্তব্য নিয়ে নতুন করে শুরু বিতর্ক। প্রচুর ছেলে-মেয়ের চাকরি নিয়ে নিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে এমনিতেই প্রচার চালিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে এবার বিতর্কিত বক্তব্য দিতে দেখা গেল কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সমাজ মাধ্যমে তাঁকে একটি ভিডিয়োতে (যাচাই করেনি এই সময় ডিজিটাল) বেশ কিছু মন্তব্যে করতে দেখা গিয়েছে। যার প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূলের তরফে।একটি সভা থেকে তাঁকে বলতে শোনা যায়, ‘যাঁরা অযোগ্য তাঁদের চাকরি আমি খেয়েছিলাম। আপাতত তাঁরা সুপ্রিম কোর্টের একটি সামান্য স্টে অর্ডারে বেঁচে আছেন, আশা করছি, খুব শীঘ্রই তাঁরা মারা যাবেন।’ তমলুকের একটি সভা থেকে বিজেপি প্রার্থীর এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে জোর চর্চা। তৃণমূলের অভিযোগ, চাকরি প্রার্থীদের ‘মৃত্যু কামনা’ করছেন তিনি। তমলুকের বিজেপি প্রার্থীর এই বক্তব্যের একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বক্তব্যের সমালোচনা করা হচ্ছে নেট মাধ্যমে।

    বিষয়টি নিয়ে তমলুক সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উনি একজন ধূর্ত শেয়াল। বিজেপিকে খুশি করতে হবে সেই কারণে বিচারপতির আসনে বসে এসব করেছে। এঁদের লজ্জা-ঘৃণা বলে কিছু নেই… এই লোক সম্বন্ধে যত কম বলা যায় ততো ভালো।’

    প্রার্থী হওয়ার পর নানা বিতর্কিত মন্তব্য শুরু থেকেই জড়িয়ে পড়তে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।’ এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশও জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। যদিও এই বক্তব্য নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আত্মপক্ষ সমর্থন করে জমিয়েছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শেষের সময় ঘনিয়ে আসা বোঝাতে চেয়েছেন।

    কিছুদিন আগেই একটি প্রচার সভা থেকে তাঁকে বলতে শোনা যায়, ‘রুখে দাঁড়ান, দুর্বৃত্তদের শায়েস্তা করুন। আত্মরক্ষার তাগিদে মানুষ যদি উত্তম-মধ্যম দেন, তাতে কোনও দোষ হবে না। এ কথা আইনেও বলা আছে।’ তিনি উস্কানিমূলক বক্তব্য রাখছেন বলে দাবি করা হয়েছিল তৃণমূলের তরফে। এবার এসএসসির অযোগ্য প্রার্থীদের নিয়ে একটি মন্তব্য নিয়েও শুরু হয় নতুন করে বিতর্ক।
  • Link to this news (এই সময়)