• CPIM-এর কাছে আত্মসমর্পণের প্রশ্ন নেই, কংগ্রেসকে বারণ করেছিলাম: মমতা
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৪
  • মালদা দক্ষিণের সুজাপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন BJP-কে। পাশাপাশি আব্দুল গনিকে নিয়েও করলেন উল্লেখযোগ্য মন্তব্য। সুজাপুরের বিধায়ক তথা প্রাক্তন বিচারপতি আব্দুল গনিকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও করা হয়েছিল। এবার সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'তিনি এলাকায় আসতে সময় পান না। তাই এবার সিদ্ধান্ত নিলাম ওঁর জায়গাটা আমি নিজে দেখব। আশিস দেখবে। বাদবাকি দায়িত্বটা দেখে নেব।এর আগেও বিধায়ক হিসেবে সুজাপুরে তাঁর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে হাওড়ার জগৎবল্লভপুরের বদলে সুজাপুরে প্রার্থী করা হয় আব্দুল গনিকে। ইশা খান চৌধুরীকে ১ লাখ ৩২ হাজার ভোটে হারিয়ে জয়ী হন তিনি। কিন্তু, তাঁকে এলাকায় দেখা যায় না বলে অভিযোগ উঠেছিল। এবার এই নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    এদিন তিনি বলেন, 'মোদীবাবু গদি উলটাতে হলে সব ভোট এককাট্টা করে রাখবেন। মোদীবাবুর দুটো চোখ। একটা কংগ্রেস, আর একটি সিপিএম। মুর্শিদাবাদে দিয়ে দাঁড়িয়েছে সেলিম। এখানে আরেকজন। যদি কোনওক্রমে এই ভোট কাটাকাটির জন্য BJP-র সিট বেড়ে যায় ক্ষতি আপনাদের তা মনে রাখবেন। আমি আপনাদের উপর কোনওদিন অত্যাচার করতে দিইনি। বাম আমলের থেকে বাজেট বাড়িয়েছি।’

    পাশাপাশি SSC নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল নিয়েও এদিন উল্লেখযোগ্য মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘চাকরিপ্রার্থীদের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তদন্ত হবে। তা বলে ২৬ হাজারের চাকরি খাওয়াকে কোনওভাবেই সমর্থন করতে পারি না।’

    এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলায় কংগ্রেসকে CPIM-এর সঙ্গে জোট না করতে বলেছিলান। কিন্তু, কংগ্রেস সেই কথা শোনেননি। সিপিএম-এর কাছে আত্মসমর্পণ করতে পারব না বলেই এই একলা চলো নীতি নিয়েছি।'

    তৃণমূল সুপ্রিমো বলেন, 'বিধানসভা ভোটে আপনারা ঢেলে ভোট দিয়েছিলেন বলেই BJP-কে আমরা ঠেকাতে পেরেছি। আপনাদের বলব, এবার আপনারাই পারবেন BJP-কে রুখে দিতে। কংগ্রেস বাংলায় জিতবে না। অন্য জায়গায় জিতবে। যেখানে আমাদের ক্ষমতা রয়েছে আমরা সাহায্য করছি। কিন্তু, বাংলাতে নয়। এখানে আমাদের কোনও জোট নেই। আমরা BJP-র বিরুদ্ধে একা লড়াই করছি। বাংলায় CPIM কংগ্রেস জোট হয়েছে। বিধানসভাতে একটাও আসন নেই। তা সত্ত্বেও কংগ্রেসকে দুটি আসন দিতে চেয়েছিলাম। বলেছিলাম CPIM-এর সঙ্গে জোট না করার জন্য। কিন্তু, ওরা কথা শোনেনি।'
  • Link to this news (এই সময়)