গাড়ির কাচ খুললেন না মিঠুন, আসানসোলে রোড শো-য় বিশৃঙ্খলা-ধস্তাধস্তি
এই সময় | ২৮ এপ্রিল ২০২৪
অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রোড শো-এ চূড়ান্ত বিশৃঙ্খলা। ঘটনাস্থল আসানসোলের মহিসিলা বটতলা বাজার। রবিবার আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার সমর্থনে বুধা মাঠ থেকে গড়াই রোড হয়ে মহিসিলার বটতলা বাজার পর্যন্ত রোড শো হওয়ার কথা ছিল। বুধা মাঠে হেলিকপ্টার করে নেমে সেখান থেকে রোড শো শুরু করেন মিঠুন। আর মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য, রোড শো শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই রাস্তার দুই ধারে উৎসাহী জনতার ভিড় দেখা যায়।সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বটতলা বাজার, যেখানে রোড শো শেষ হওয়ার কথা, তার কিছুটা আগেই হুডখোলা গাড়ি থেকে অন্য চার চাকা গাড়িতে চাপেন মিঠুন। এদিকে কয়েক ঘণ্টা ধরে অপেক্ষারত মানুষ বারবার আবেদন করলেও মিঠুন গাড়ির বন্ধ কাচ খোলেননি বলে অভিযোগ। সেভাবেই এলাকা ছেড়ে চলে যান তিনি। যার জেরে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকে। তাঁরা তাঁদের ক্ষোভের কথা সংবাদ মাধ্যমকে বলতে গেলে পিছন থেকে বিজেপি কর্মীরা স্লোগান দিয়ে বিক্ষোভ কারীদের আওয়াজ বন্ধ করার চেষ্টা করেন। আর এই ঘটনার পর বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে উভয়পক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় বিজেপির বক্তব্য, বিক্ষোভকারীরা বামপন্থী, ইচ্ছে করে অশান্তি পাকাবার চেষ্টা করেছে।
এর আগেও মিঠুনের রোড শো-এ বিশৃঙ্খলা দেখা যায়। কয়েক বছর আগে দত্তপুকুর ও হাবড়ায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর রোড শো-কে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও চরম অব্যবস্থার ছবি ধরা পড়ে। এখটা সময় ক্ষুব্ধ মিঠুন নির্ধারিত রোড শো থেকে মাঝপথে নেমেও চলে যান। রাস্তার দু'পাশে ভিড় জমানো অনেক মানুষ শেষ পর্যন্ত মিঠুনকে দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। সেই সময় চরম বিড়ম্বনায় পড়তে হয়েছিল হাবড়ার বিজেপি নেতৃত্বকে। আর এবার আসনসোলেও ঘটে গেল একই ধরনের ঘটনা।
প্রসঙ্গত, এবার আসনসোলে থেকে লড়াই করছেন এস এস আলুওয়ালিয়া। তাঁর বিপক্ষে লড়ছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে সিপিএম থেকে আসানসলে প্রার্থী করা হয়েছে জাহানারা খানকে। ২০১৪ সাল থেকে ওই আসটি ধরে রেখেছে বিজেপি। পরপর দুবার ওই কেন্দ্র থেকে জয়ী হন বাবুল সুপ্রিয়। তখন তিনি বিজেপিতে ছিলেন। পরে অবশ্য তিনি তৃণমূলে যোগ দেন।