Fact Check: 'বিজেপি অসাংবিধানিক SC/ST এবং OBC সংরক্ষণের অবসান ঘটাবে?' এমন মন্তব্য করেছিলেন শাহ? জানুন সত্যিটা
এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া অমিত শাহের একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করা হয়েছ তিনি নাকি বলেছেন বিজেপি ক্ষমতায় গেলে অসাংবিধানিক SC/ST এবং OBC সংরক্ষণের অবসান ঘটবে। সত্যি কি এমন কোনও মন্তব্য় করেছন শাহ? ফ্য়াক্ট চেকে উঠে এল সত্যিটা।অনুসন্ধান
ভাইরাল ভিডিয়োটি নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে ২০২৩ সালের ২৩ এপ্রিল হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। শিরোনামে লেখা ছিল, 'বিজেপি জিতলে তেলেঙ্গানায় মুসলিম রিজার্ভেশন শেষ হবে: অমিত শাহ '।
প্রতিবেদনে বলা হয়েছে, 'তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন বিআরএস সরকারের কাউন্টডাউন শুরু হয়েছে এবং বর্তমান শাসনের পতন না হওয়া পর্যন্ত বিজেপির লড়াই থামবে না, রবিবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেছেন। চেভেল্লায় 'বিজয় সংকল্প সভা' শিরোনামের একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, 'যদি বিজেপি তেলেঙ্গানায় ক্ষমতায় আসে, তাহলে মুসলমানদের জন্য সংরক্ষণ সরিয়ে নেওয়া হবে।'
এরপর ইউটিউবে 'বিজয় সংকল্প সভা', 'চেভেল্লা', 'অমিত শাহ' এবং 'সংরক্ষণ' কীওয়ার্ডগুলি দিয়ে অনুসন্ধান চালালে ২৪ এপ্রিল ২০২৩-এর HW নিউজ ইংলিশের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রায় ১:৩০ মিনিটের মাথায় অমিত শাহকে বলতে শোনা যায়, 'যদি ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়, আমরা এই অসাংবিধানিক মুসলিম সংরক্ষণের অবসান ঘটাব। এটি তেলঙ্গানার এসসি, এসটি এবং ওবিসিদের অধিকার, এবং তারা এই অধিকার পাবে।'
এই ভিডিয়োটি ২৩ এপ্রিল ২০২৩-এ শাহের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও লাইভ সম্প্রচারিত হয়েছিল। ভিডিয়োতে দেখা যায়, শাহ ওই রাজ্যে মুসলিম সংরক্ষণের বিরুদ্ধে কথা বলছেন। ১৪ মিনিট ৩৫ মিনিটের মাথায় শাহ বলেন, '.যদি ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়, আমরা এই অসাংবিধানিক মুসলিম সংরক্ষণের অবসান ঘটাব। এই অধিকার তেলেঙ্গানার ST, SC এবং OBC সম্প্রদায়ের, এবং তারা তা পাবে। এবং আমরা মুসলিম রিজার্ভেশন শেষ করব...'। ভাইরাল ফুটেজের সাথে ইউটিউব লাইভ ভিডিয়োতে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতের নড়াচড়া, অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তির তুলনা করলে, এই সিদ্ধান্তে পৌঁছনো যায় যে শাহের ভিডিয়োটি থেকে কিছু অংশ কেটে নেওয়া হয়েছে, যাতে মনে হয় যেন তিনি সংরক্ষণ অপসারণের কথা বলছেন। SC/ST এবং OBCদের জন্য।
একাধিক সংবাদমাধ্যমও রিপোর্ট করেছিল ২০২৩ সালে এপ্রিলে চেভেলায় বিজয়া সংকল্প সভার সময় অমিত শাহ বলেছিলেন, বিজেপি ক্ষমতায় গেলে তেলঙ্গানায় মুসলিম কোটা মুছে ফেলবে।
সিদ্ধান্ত
এত কিছুর থেকে স্পষ্ট, অমিত শাহের ভিডিয়োটি কিছু অংশ কেটে মিথ্য়া দাবিতে তা শেয়ার করা হচ্ছে। ভাইরাল ভিডিয়োতে যা দাবি করা হয়েছে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বলেছেন 'বিজেপি সরকার অসাংবিধানিক ST/SC এবং OBC সংরক্ষণের অবসান ঘটাবে', তা আসলে অসত্য।
(This article was originally published by Newschecker and later translated and edited by Ei Samay Digital)