• Fact Check : 'BJP কখনও মজবুত ভারত গড়তে পারবে না!' মোদীর এই ভাষণ কি সত্য?
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
  • দেশে দুই দফার লোকসভা ভোট মিটেছে। ভোটের হার কম নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দফার ভোটেই উচ্ছ্বসিত। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, দুই দফাতেই ভোটাররা বিরোধীদের দুরমুশ করে NDA-কে তৃতীয়বার ক্ষমতায় আনা নিশ্চিত করেছেন। তবে কোথাও কি মোদী বলেছেন, BJP কখনও মজবুত ভারত গড়তে পারবে না? ভাইরাল পোস্ট ঘিরে শোরগোল।কী দাবি করা হয়েছে?প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি বলছেন, 'BJP কখনওই মজবুত ভারত গড়তে পারবে না।' রাজস্থানের কংগ্রেস সাধারণ সম্পাদক মঙ্গলরাম বিষ্ণোই এই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, 'ঠিকই তো, BJP কখনও মজবুত ভারত গড়তে পারবে না। এ কথা বলছেন খোদ মোদী।' ফেসবুকেও এই দাবি নিয়ে ভাইরাল নরেন্দ্র মোদীর ভিডিয়ো।

    অনুসন্ধানএই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেছে বুম। একাধিক কি ওয়ার্ডস দিয়ে গুগল সার্চ করা হয়। নিউজ ১৮-এর ফেসবুক পেজে গত ২১ এপ্রিল শেয়ার করা একটি ভিডিয়ো পাওয়া যায়। নিউজ ১৮ রাজস্থানের ফেসবুক পেজের ওই ভিডিয়োতে ক্যাপশনে লেখা ছিল, 'কংগ্রেস কখনও মজবুত ভারত গড়তে পারবে না, প্রধানমন্ত্রী মোদীর বড় আক্রমণ।' রাজস্থানের জালোরে একটি নির্বাচনী জনসভায় এ কথা বলেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই জনসভার সম্পূর্ণ ভিডিয়ো পাওয়া যায়। ভিডিয়োটির ৩ মিনিট ২১ সেকেন্ডে কংগ্রেসের বিষয়ে বলতে গিয়ে মোদীর মন্তব্য, 'রাজস্থান জানে কংগ্রেস কখনও মজবুত ভারত গড়তে পারবে না।' সম্পূর্ণ বয়ানে নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, 'ভাইবোনেরা প্রথম দফায় ভোটদানে আজ অর্ধেক রাজস্থান কংগ্রেসকে উচিত শিক্ষা দিয়েছে। রাষ্ট্রভক্তিতে পূর্ণ রাজস্থানীরা জানেন কংগ্রেস কখনও মজবুত ভারত গড়তে পারবে না।' এরপর প্রধানমন্ত্রী আরও বলেন, 'দেশ এমন কংগ্রেস সরকার চায় না। ২০১৪ সালের আগে দেশের যা অবস্থা ছিল, সেই অবস্থার পুনরাবৃত্তি কেউ চায় না। ওই কংগ্রেস সরকার দেশকে লুট করছিল।'

    সত্যিটা ঠিক কী?অতএব সত্য অনুসন্ধানে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজস্থানের মন্তব্যের ভিডিয়ো ক্রপ করে এডিট করা হয়েছে। যেটি সম্পূর্ণ ভুয়ো এবং ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।'

    This article was originally published by Boom and later translated and edited by Ei Samay Digital
  • Link to this news (এই সময়)