ভোটের আগে রিষড়ায় এসএসটি নাকায় আটক তিন লাখের বেশি টাকা। ভোটের সময় রাজ্যের সুরক্ষা ব্যবস্থা আরও আঁটসাঁট করার জন্য চলছে নাকা তল্লিশ। রিষড়া বাগাখালে একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে তিন লাখ উনচল্লিশ হাজার আটশ সত্তর টাকা আটক করল নির্বাচন কমিশনের স্টাটিক সার্ভেলিয়ান টিম(এসএসটি)।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রিষড়া থানার পুলিশ ও নির্বাচন কমিশনের কাজে যুক্ত কর্মীরা গাড়ি থামিয়ে তল্লাশি করেছে বিভিন্ন এলাকায়। এদিন চারচাকা গাড়িগুলিকে থামিয়ে চালানো হয় তল্লাশি। অন্যদিকে, শুক্রবার রাতে রিষড়া বাগখালের কাছে উত্তরপাড়া থেকে শ্রীরামপুরের দিকে যাওয়া একটা গাড়িকে আটকে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে উদ্ধার হয় টাকা।
টাকা সমেত গাড়িকে আটক করে রিষড়া থানার পুলিশ। ভগবান পাঠক নামে এক ব্যক্তিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়। কোথা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা? তা কোথায় বা পৌঁছানো হচ্ছিল? এই ধরনের একাধিক প্রশ্ন উঠে আসে। কিন্তু, কোনও সদুত্তোর দিতে না পারায় ওই টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালানো হচ্ছে। সন্দেহজনক কিছুর খবর পাওয়া গেলে তল্লাশি করা হচ্ছে। এমনই এক তল্লাশিতে উদ্ধার হয় ওই টাকা।
ওই টাকা কোথা থেকে আসছিল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, এখনও পর্যন্ত এর কোনও সদুত্তোর পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।উল্লেখযোগ্যভাবে, ভোটের সময় যাতে কোখাও কোনও অশান্তির ঘটনা না ঘটে সেই কারণে শহরে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জায়গায় জায়গায় চলছে নাকাচেকিং এবং টহলদারি। কোনও সন্দেহভাজনকে দেখলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
এই সময় এই টাকা উদ্ধারের ঘটনা একেবারেই হালকাভাবে নিচ্ছেন না গোয়েন্দারা। তা কোথা থেকে এসেছিল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, টাকা উদ্ধারের ঘটনা বলতেই রাজ্যবাসীর স্মরণে আসে নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির ঘটনা।
তাঁর টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালায় ED। সেখান থেকে থোক থোক টাকা, গয়না উদ্ধার হয়। উদ্ধার হওয়া টাকার অঙ্কটা প্রায় ৫০ কোটির কাছাকাছি। এই ঘটনায় গ্রেফতার করা হয় অর্পিতাকে এবং আপাতত তিনি সংশোধনাগারে রয়েছেন।