• ‘সাদা কাপড়ে একটুও কালি ছেটাতে পারবেন না', বুদ্ধ বন্দনা মিঠুনের
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৪
  • 'ওঁর সাদা কাপড়ে কেউ একফোঁটা কালি ছিটিয়ে দিতে পারবে না' – ভোটের মুখে বুদ্ধ-বন্দনা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। আসানসোল কেন্দ্রের প্রচারে গিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেখানেই সাংবাদিকদের সঙ্গে বৈঠকের ফাঁকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গেল মিঠুনের মুখে।বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে মিঠুন বলেন, ‘উনি যে সাদা কাপড়টা পরেন না, সেখানে কেউ একফোঁটা কালি ছেটাতে পারবেন না। এই ধরনের মানুষ উনি। ওঁর সঙ্গে কারও তুলনা করবেন না।’ মিঠুনের মুখে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত সমালোচনা শোনা যায় তাঁর মুখে। তবে তাঁর পাশাপাশি বাং মুখ্যমন্ত্রীর প্রশংসাও করতেও পিছপা হলেন মহাগুরু।

    উল্লেখ্য, বাম রাজনীতির সঙ্গে এক সময় পরোক্ষভাবে যুক্ত ছিলেন তিনি। সুভাষ চক্রবর্তীর সঙ্গে তাঁর সখ্যতার কথা সকলেরই জানা। বামেদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর একসময় বেশ ভালো সম্পর্ক ছিল বাম জমানায়। পালাবদলের পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

    Mithun Chakraborty : এক ঝলক দেখা পাওয়ার আগেই ‘গো ব্যাক’ মিঠুন

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। যদিও এই সম্বন্ধে মিঠুন আজ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সাংসদ হওয়ার ব্যাপারে জানালেও তিনি না করে দিয়েছিলেন। পরে তাঁকে ফের অনুরোধ করা হয়, সেই সময় তিনি কেন সেই অনুরোধ রেখেছিলেন সেটা একটা ‘বড় গল্প’ আছে, যদিও সেটা ব্যক্ত করেননি মিঠুন।

    রবিবার আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার সমর্থনে প্রচার করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আসানসোলে একটি সভা এবং রোড শো করেন মিঠুন। বুধা মাঠ থেকে এসবি গড়াই রোড হয়ে মহিষিলা কলোনি পর্যন্ত রোড শো করেন মিঠুন। এবারের লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা, সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও পরে তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি রাজ্যের ৪২টি কেন্দ্রের প্রচারের জন্য সাহায্য করবেন। সেইমতো লাগাতার উত্তরবঙ্গ থেকে প্রচার সারছেন তিনি। এদিন, আসানসোল কেন্দ্রের প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হয়ে প্রচার করেন তিনি।
  • Link to this news (এই সময়)