• সমর্থকরাই আমাদের এনার্জি, সেমিফাইনাল জিতে যুবভারতীর প্রশংসায় হাবাস...
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৪
  • কৌশিক রায়: আইএসএল, কলকাতা আর অ্যান্টোনিও লোপেজ হাবাস- ঠিক যেন লাভ স্টোরি। রবিবার যুবভারতীতে ওড়িশা এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে মোহনবাগান। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এই কথাই শোনা গেল সবুজ মেরুন কোচের মুখে। আর হবে নাই বা কেন? তিনি দায়িত্ব নেওয়ার পর স্বপ্নের দৌড় চলছে মোহনবাগানের। শিল্ড ঘরে চলে এসেছে। এবার দলের লক্ষ্য ট্রেবল। প্রথম লেগে পিছিয়ে পড়েও হোম গ্রাউন্ডে ফের কামব্যাক করে দেখালেন পেত্রাতোস, কামিংসরা। যুবভারতীতে পরপর দুটো মাস্ট উইন ম্যাচে ম্যাচ বের করে নিয়েছে মোহনবাগান। সেমিফাইনালে পরিকল্পনা কী ছিল? হাবাসের সাফ জবাব, "আমি আর আমার দল হারার আগে হারতে জানে না। ৯০ মিনিট লড়াই করতে হবে এই বার্তা দিয়েছিলাম দলকে। দল সেটা করে দেখিয়েছে।" শিল্ড জয়ের দিন ৬১,৭৭৭ আর সেমিফাইনালে সেটাও ছাপিয়ে গিয়ে যুবভারতী গর্জন শুনল ৬২,০০৭ সমর্থকের। তারও ভুয়সী প্রশংসা শোনা গেল হাবাসের গলায়। জানালেন, "সমর্থকদের গর্জন ফুটবলারদের এনার্জি জুগিয়েছে। বিশ্বাস ছিল আমরা পারব। এত সমর্থক পুরো ম্যাচে আমাদের পাশে থেকেছে। চাপের ম্যাচে এটা অত্যন্ত জরুরি ছিল।"
  • Link to this news (আজকাল)