• কেরলে তাপপ্রবাহের সতর্কতা জারি, ত্রিপুরায় বন্ধ স্কুল
    আজকাল | ২৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তীব্র দাবদাহে নাজেহাল জনজীবন। কেরলে হিট ওয়েভ এলার্ট জারি করেছে আইএমডি, ত্রিপুরায় স্কুল বন্ধ থাকার ঘোষণা। রবিবার কেরলের পালাক্কাদে সানস্ট্রোকে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। গত সপ্তাহেও ওই জেলায় একই ভাবে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাওয়া অফিস আগামী ৫ দিন ১২ জেলায় সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করেছে। আগামী কয়েকদিন সেখানে তাপমাত্রা ছাড়াবে ৪০-এর ওপর। এক সপ্তাহের জন্য বন্ধ থাকছে প্রাক বিদ্যালয়ের কার্যক্রম। পরিস্থিতি বিচারে ২৯ এপ্রিল থেকে ১ মে বন্ধ থাকবে ত্রিপুরার স্কুল। বাংলার জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ গত কয়েকদিন ধরেই। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। আইএমডি এর আগে ওড়িশা এবং বাংলার জন্য লাল সতর্কতা বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশের জন্য কমলা সতর্কতা এবং উত্তর প্রদেশের কিছু অংশের জন্য হলুদ সতর্কতা জারি করেছিল। রবিবার কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় পারদ চড়েছে তাপমাত্রার। একাধিক জেলায় তাপমাত্রা বেশি রইল স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি।
  • Link to this news (আজকাল)